বাসায় ঢুকে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা
Published: 15th, April 2025 GMT
রাজধানীর বংশালে বাসায় ঢুকে বিপ্লব গাজী (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠায় পুলিশ। কী কারণে তাকে হত্যা করা হয় তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি মিটফোর্ড এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার ছিলেন।
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম সমকালকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় থাকা টাকা লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। তদন্তে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নয়ন আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার আলী হোসেন বলেন, বংশালের সমাজকল্যাণ গলির ৬০/৯ নম্বর বাসার দোতলার একটি ঘরে একা থাকতেন বিপ্লব গাজী। সর্বশেষ রোববার রাত সাড়ে ১১টার দিকে এক সহকর্মীর সঙ্গে তার কথা হয়। কারও সঙ্গে তার বিরোধ ছিল না। হত্যার কারণ সম্পর্কে আমরা কিছু বলতে পারছি না। তিনি অবিবাহিত ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুরে। বাবা প্রয়াত সোলায়মান গাজী।
নিহতের ভাই নয়ন আলী এজাহারে উল্লেখ করেন, রোববার রাত পৌনে ১০টা থেকে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় তার ভাইকে মাথা, বুক ও থুতনির নিচে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় লুঙ্গি ও মাল্টিপ্লাগের তার পেঁচিয়ে হত্যা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিপ্লব গাজীর বাসায় আনুমানিক এক লাখ টাকা ও ল্যাপটপসহ কিছু মূল্যবান সামগ্রী ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেসব নিয়ে গেছে। ঘটনাস্থলে সব কিছু এলোমেলো অবস্থায় পেয়েছে পুলিশ। দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। তবে এ ঘটনায় জড়িতরা তার পরিচিত হয়ে থাকতে পারেন বলে ধারণা তদন্তসংশ্লিষ্টদের। কারণ তারা জোর করে ঘরে ঢুকেছেন বলে মনে হয়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক প য় হত য
এছাড়াও পড়ুন:
রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু।
শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
রামু থানার ওসি তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
আরো পড়ুন:
গোপালগঞ্জে পিকআপে বাসের ধাক্কা, আহত ২৫
গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নিহতরা হলেন- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫), তার মেয়ে এবং অটোরিকশা চালক হাবিব উল্লাহ। নিহত অপর নারীর পরিচয় জানা যায়নি।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন দুপুরে ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় ভারুয়াখালীমুখী যাত্রীবাহী একটি অটোরিকশা রেললাইন অতিক্রম করছিল। ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে।
ওসি তৈয়বুর রহমান জানান, নিহতদের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ঢাকা/তারেকুর/মাসুদ