দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল নারায়ণগঞ্জ আড়াইহাজারের এক কিশোর। কিন্তু ধরা পড়ে মিয়ানমার পুলিশের হাতে। ২২ মাস জেল খেটে অবশেষে সে ফিরেছে মায়ের বুকে।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী খোঁজপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাজ্জাদ মিয়া। অর্থ উপার্জনের আশায় ঝুঁকি নিয়ে মাত্র ১৪ বছর বয়সে দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ার উদ্দেশে বাড়ি ছাড়ে সাজ্জাদ। ২০২৩ সালের জুন মাসেই সে ধরা পড়ে মিয়ানমার পুলিশের হাতে। সেই দেশের আদালত তাকে দুই বছরের সাজা দিয়ে মালাইবানের কেলিকং জেলে আটকে রাখে। তবে মিয়ানমার সরকার এ কিশোরকে পাঁচ মাস জেল খাটার পর দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। কিন্তু বিপত্তি দেখা দেয় কাগজপত্রে। পরে কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনা শেষে তাকে সেই দেশের জেল থেকে মুক্ত করে মঙ্গলবার সমুদ্র পথে আনা হয় চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও থানার ওসির উপস্থিতিতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

গতকাল বুধবার বিকেলে আড়াইহাজারের ইউএনও সাজ্জাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সাজ্জাদের বাবা আব্দুল হান্নান জানান, তাঁর তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে সাজ্জাদ। দালালের খপ্পরে পড়ে তাঁর ছেলে মালয়েশিয়া যেতে চেয়েছিল। তাদের কিছু না বলেই সে চলে গিয়েছিল। তাকে অনেক দিন খুঁজে না পাওয়ায় যোগাযোগ করে দেখেন সাজ্জাদের মতো হোয়াইকং ও আশপাশের উখিয়া, টেকনাফ, কক্সবাজারের অনেক ছেলে দালালের খপ্পরে পড়ে দেশত্যাগ করেছে।

মিয়ানমারে সাজ্জাদের আটক থাকার খবর প্রসঙ্গে হান্নান জানান, বাড়ি থেকে চলে যাওয়ার মাসখানেক পর তিনি জানতে পারেন সাজ্জাদ মালাইবানের কেলিকং জেলে আছে। এরপর অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) সাথে যোগাযোগ করেন। ওকাপ সাজ্জাদকে মিয়ানমার থেকে দেশে আনতে সার্বিক সহযোগিতা করে। তার পরিবারকে ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ, ইউএনও অফিস, ডিসি অফিস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যায়। তাদের সহযোগিতায় সাজ্জাদকে ফেরত পান। সাজ্জাদকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আনন্দ অশ্রুতে সিক্ত হন তার মা আনু বেগম। 

সাজ্জাদ মিয়া বলে, ‘প্রথমে অন্যদের সঙ্গে আমাকে একটা গুদামে রেখেছে ওরা। সেখানে চার দিন থাকার পর মিয়ানমারের বোটে তুলে দেওয়া হয়। মিয়ানমারের শামিলা নামের একটা জায়গা আছে, সেখানে নিয়ে আমাকে মারার হুমকি দিচ্ছিল, গালাগাল করছিল। পরে মিয়ানমারের মিলিটারির কাছে ধরা খাই।’

ওকাপের ফিল্ড অর্গানাইজার ছোবাহান আলী জানান, সাজ্জাদের বয়স বিবেচনায় তাকে আটকের পাঁচ মাস পর খালাস দেওয়া হয়। কিন্তু কাগজপত্রে সমস্যা থাকায় তাকে দেশে ফেরত আনতে দেরি হয়।

ইউএনও সাজ্জাত হোসেন জানান, মানব পাচারকারীদের শনাক্তকরণের কাজ প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। গ্রামের নিরীহ ও সহজসরল কিশোর-যুবকদের স্বপ্ন দেখিয়ে অবৈধভাবে যারা বিদেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি না জেনে বুঝে কেউ যাতে পাচারকারীদের ফাঁদে না পড়ে সেজন্য সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও

দুপুরবেলা বিদ্যালয়ে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপে মেতে ওঠেন তিনি। শিক্ষার্থীদের শিক্ষামূলক নানা প্রশ্নোত্তরে জমে ওঠে সেই আলাপ। গতকাল রোববার কক্সবাজারের টেকনাফের হ্নীলার দমদমিয়া আলোর পাঠশালায় দেখা যায় এমন চিত্র।

গতকাল দুপুরে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টি পরিদর্শনে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তাঁর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবীবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের অভ্যর্থনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ কান্তি কানু, সহকারী শিক্ষক মোহাম্মদ জুনায়েদ, সৈয়দ নুর, আমানুল্লাহ, রবিউল আলম প্রমুখ।

পরিদর্শনকালে বিদ্যালয়ের মাঠ, বিদ্যমান ভবন, নির্মাণাধীন একটি ভবন ঘুরে দেখেন শেখ এহসান উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সরঞ্জাম এবং বিদ্যালয়ের জন্য অনুদানের আশ্বাস দেন তিনি।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীর তীর–সংলগ্ন দমদমিয়ার গরিব শিক্ষার্থীদের জন্য ২০২০ সাল থেকে আলোর পাঠশালাটি পরিচালনা করে আসছে প্রথম আলো ট্রাস্ট। বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৫০ জনের মতো।

বিদ্যালয়টি পরিদর্শনের সময় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দমদমিয়া আলোর পাঠশালা। প্রথম আলো ট্রাস্টের এমন উদ্যোগ প্রশংসনীয়।

সম্পর্কিত নিবন্ধ

  • পড়াশোনায় ফিরছেন দিনাজপুরের ‘ইংলিশম্যান’ হৃদয়, শেখাবেন ইংরেজি
  • নারায়ণগঞ্জে ৩০ স্কুলে চালু হলো ‌‘মিড ডে মিল’
  • আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৫ দিন
  • জয়পুরহাটে পুকুর নিয়ে প্রভাবশালীদের সঙ্গে গুচ্ছগ্রামের বাসিন্দাদের দ্বন্দ্ব
  • গাজীপুরে ১০ মাটি খেকোকে কারাদণ্ড
  • পাঠাগার থেকে লুট হওয়া বই ফেরত পেলো কর্তৃপক্ষ
  • সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
  • দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও
  • রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, লুট হওয়া বই ফেরত পেল পাঠাগার কর্তৃপক্ষ
  • মুদি দোকানে যৌন উত্তেজক ঔষধ, জরিমানা