লবণের দাম নিয়ে এমনিতেই হতাশ কক্সবাজার জেলার লবণচাষিরা। তার ওপর বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে উৎপাদনও বন্ধ হয়ে গেছে। নষ্ট হয়েছে মাঠের লবণ। এতে লবণচাষিদের লোকসানের বোঝা আরও বাড়ল।

লবণচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কিন্তু এ পরিমাণ লবণ উৎপাদনে চাষিদের খরচ হচ্ছে ২৮০ টাকার বেশি। এতে কেজিপ্রতি তিন টাকা লোকসান দিতে হচ্ছে চাষিদের।

চাষিদের অভিযোগ, লবণ মিলমালিক ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করেছেন। অথচ খুচরা বাজারে প্রতি কেজি প্যাকেটজাত পরিশোধিত লবণ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এর ফলে এই শিল্পের লাভ পুরোটাই যাচ্ছে মিলমালিক ও ব্যবসায়ীদের পকেটে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তথ্যমতে, চলতি মৌসুমে কক্সবাজার সদর, কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, টেকনাফ ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৬৮ হাজার ৫০৫ একর জমিতে লবণের চাষ হচ্ছে। গত শুক্রবার পর্যন্ত গত ৫ মাসে লবণ উৎপাদিত হয়েছে ১৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন। দেশে লবণের বার্ষিক চাহিদা ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন।

তবে আজ শনিবার ভোর থেকে ভারী বর্ষণ শুরু হওয়ায় লবণ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জেলার একমাত্র টেকনাফে লবণ উৎপাদন চালু থাকলেও বৃষ্টির কারণে সেখানেও উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছেন চাষিরা। এর আগের দুদিনের বৃষ্টিতে মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, কক্সবাজার সদর ও বাঁশখালীতে লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়।

আজ সকাল থেকে ৬৮ হাজার ৫০৫ একরের শতভাগ মাঠে লবণ উৎপাদন বন্ধ রয়েছে জানিয়ে বিসিক কক্সবাজার লবণশিল্প উন্নয়ন প্রকল্পের মাঠ পরিদর্শক মো.

ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, একবার বৃষ্টি হলে কমপক্ষে পাঁচ দিন লবণ উৎপাদন বন্ধ থাকে। মাঠে জমে থাকা বৃষ্টির পানি সরিয়ে লবণ উৎপাদনের উপযোগী পরিবেশ তৈরি, মাঠের পরিচর্যা করতে কয়েক দিন সময় লেগে যায়। তা ছাড়া সূর্যের প্রখর তাপ না থাকলে লবণ উৎপাদন হয় না। ইদ্রিস আলী বলেন, গত মৌসুমে জেলায় দৈনিক সর্বোচ্চ ৪২ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে দৈনিক সর্বোচ্চ লবণ উৎপাদিত হয়েছে ৩৬ হাজার মেট্রিক টন। এখন প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৭০ টাকায়, যা অতীতে দেখা যায়নি। লোকসান দিয়ে লবণ বিক্রি করতে করতে হতাশ চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। লবণের দাম কেন কমে গেল, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আজ দুপুরে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের কৈলারপাড়ায় গিয়ে দেখা গেছে, সেখানকার ৫০০-৬০০ একরের লবণমাঠ বৃষ্টির পানিতে ডুবে আছে। উৎপাদিত লবণ শতাধিক গর্তে সংরক্ষণ করা হলেও বেশ কিছু জায়গায় লবণের স্তূপ পড়ে আছে। তাতে পলিথিন মুড়িয়ে রাখা হয়েছে।

কৈলারপাড়ার লবণচাষি আবদুল করিম (৫০) বলেন, বৃষ্টিতে তাঁর পাঁচ কানি মাঠের লবণ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে সাত-আট মণ লবণ নষ্ট হয়েছে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় উৎপাদিত লবণ সংরক্ষণ করতে পারেননি তিনি।

একই অবস্থা দেখা গেছে কক্সবাজার সদর, পেকুয়া, চকরিয়া, মহেশখালী, ঈদগাঁও ও টেকনাফ উপজেলায়। বৃষ্টির কারণে ৬০ হাজার একরের বেশি মাঠে লবণ উৎপাদন বন্ধ আছে।

কক্সবাজার লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, এমনিতেই দাম নিয়ে চাষিরা হতাশ। তার ওপর দুর্যোগে লবণ নষ্ট হচ্ছে। সরকার চাইলে লবণের ন্যায্যমূল্য পেতে পারেন চাষিরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ জ র ম ট র ক টন লবণ উৎপ দ লবণ ব ক র উৎপ দ ত র লবণ লবণ র

এছাড়াও পড়ুন:

কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন

টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।

এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।

গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।

প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।

সম্পর্কিত নিবন্ধ