গৌরীপুরে পৃথক খুনের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ, পুলিশ বলছে দ্রুত গ্রেপ্তার হবে আসামি
Published: 20th, April 2025 GMT
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক খুনের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। ফেসবুকে হুমকি দিয়ে শনিবার মারফত আলী ফকির (২২) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই দিনে গৌরীপুরের হিম্মতনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই ভাতিজাদের হামলায় আবেদ আলী খা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মারফত আলী শুক্রবার ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাকুয়া মাঝেরচর গ্রামে গিয়েছিলেন। বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দেওয়ার সময় মুন্সিবাড়ী মাদরাসার সামনে সড়কে একাধিক মোটরসাইকেলে করে আসা একদল যুবক তার মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, নিহত মারফত আলীর ওপর পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন একই গ্রামের উসমান খানের ছেলে ওয়াহিদুজ্জামান তানভির। তানভিরের নামে থানায় হত্যাচেষ্টাসহ অন্তত ৭টি মামলা রয়েছে।
অপরদিকে উপজেলার হিম্মতনগর গ্রামের নিহত আবেদ আলী খানের স্ত্রী খোদেজা আক্তার জানান, তার স্বামী ভাই ছাবেদ আলী ছাবুর কাছ থেকে ২২ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি নিয়ে বিরোধের ঘটনায় শনিবার দুপুরে হামলা চালায়।
খোদেজা বলেন, ‘আমরা নিজ ঘরে আটকে ছিলাম। হামলাকারীরা আক্রমণ করলে আমার স্বামী প্রথমে পাশের বাড়িতে পরে দৌড়ে অন্য গ্রামে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা আমার স্বামীকে ধরে এনে তাকে হত্যা করে।’
গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার সমকালকে বলেন, কলেজছাত্র খুনের ঘটনায় নিহত ব্যাক্তি ও ঘাতক দুজনের বাড়িই নান্দাইল উপজেলায়। নান্দাইল থানার সঙ্গে আমরা এ ব্যাপারে যোগাযোগ করছি।
অপর ঘটনায় পুলিশ বলছে, হামলার শিকার আলাল উদ্দিনের বাড়িতে তারা গিয়েছেন। অভিযুক্তরা ভয়ে পালিয়ে গেছে। পুলিশ আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করছে। তবে এত ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
জোড়া খুনের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ:
১৮ দিন আগে ফেসবুকে হুমকি দিয়ে কলেজ ছাত্রকে খুন করা হয়েছে। এ নিয়ে নিহতের পরিবার একাধিকবার থানায় অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নে পুলিশ। অপরদিকে জমি সংক্রান্ত বিষয়ে ভাই এবং ভাতিজারা মিলে চাচাকে হত্যার বিষয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
গৌরীপুরের সিনিয়র সাংবাদিক মো. সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে গৌরীপুরে দুটি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এ ধরনের অপরাধ নিয়ে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে।’ এ ব্যাপারে তিনি পুলিশের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকেও সচেতন হওয়ার আহ্বান জানান।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার সমকালকে বলেন, ফেসবুকে হুমকি দিয়ে কলেজছাত্র খুনের ঘটনাটি সত্যিই উদ্বেগজনক। এ ঘটনায় আগে থেকে সাইবার মনিটরিং টিম সচেতন থাকলে এমনটি নাও হতে পারতো। আর জমি সংক্রান্ত বিষয়ে বৃদ্ধ খুনের বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি ঘটনাকেই আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আতঙ ক খ ন র ঘটন ব দ আল ঘটন য উপজ ল
এছাড়াও পড়ুন:
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।
সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য।
সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।
এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।
তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।
এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।