যুক্তরাষ্ট্রের ধনীরা দেশটি থেকে বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করেছেন। বিনিয়োগকারী ও বিভিন্ন ব্যাংকের সূত্রে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধনী মার্কিন নাগরিকদের মধ্যে সুইজারল্যান্ডে বিনিয়োগ সরিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে। আর সুইজারল্যান্ডের ব্যাংকগুলো বলছে, যুক্তরাষ্ট্রের ধনীদের সুইজারল্যান্ডে বিনিয়োগ হিসাব খোলার প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে।
সাম্প্রতিক সময়ে মার্কিন ধনীদের এভাবে সুইজারল্যান্ডে সম্পদ সরিয়ে নেওয়ার কারণ মূলত একটি। সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। সুইজারল্যান্ডের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আলপেন পার্টনার্স ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে গ্যাব্রিস সিএনবিসিকে বলেছেন, বিষয়টি অনেকটা ঢেউয়ের মতো; সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রথম নির্বাচিত হন, তখন এই দৃশ্য দেখা গেছে। এরপর কোভিডের সময় আরেক ঢেউ দেখা গেছে। এখন ট্রাম্পের শুল্কের কারণে আরেক ঢেউ শুরু হয়েছে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্য সম্পর্কে গ্যাব্রিস বলেন, অনেক বিনিয়োগকারী ডলারভিত্তিক বিনিয়োগের মধ্যে আটকে থাকতে চান না। তাঁরা মনে করছেন, ট্রাম্পের এই শুল্কনীতি ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সরকারি ঋণের চাপে ডলার আরও দুর্বল হবে। এই বাস্তবতায় সুইজারল্যান্ড বিনিয়োগকারীদের গন্তব্য হয়ে উঠেছে। কারণ, সুইজারল্যান্ডের নিরপেক্ষ রাজনীতি, স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী মুদ্রা ও নির্ভরযোগ্য আইনি ব্যবস্থা।
অনেক বিনিয়োগকারী আবার রাজনৈতিক কারণে অনুপ্রাণিত হয়ে সুইজারল্যান্ডে বিনিয়োগ করছেন। তাঁরা মনে করছেন, ট্রাম্প শাসনামলে যুক্তরাষ্ট্রে আইনের শাসনের অবক্ষয় হয়েছে। অনেকে আবার সোনা কেনার জন্য সুইজারল্যান্ডে হিসাব খুলছেন। এর কারণ হলো স্বর্ণ মজুত ও পরিশোধনের জন্য সুইজারল্যান্ড বিখ্যাত। অনেকে আবার ভিন্ন পরিকল্পনা থেকে এই কাজ করছেন বলে জানিয়েছেন গ্যাব্রিস। গ্যাব্রিসের মতে, অনেক মার্কিন বিনিয়োগকারী ইউরোপে বা সুইজারল্যান্ডে দ্বিতীয় নাগরিকত্ব নিতে চান; সেই পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা সুইজারল্যান্ডে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।
শুধু সুইজারল্যান্ড নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছেন মার্কিন ধনীরা। সুইজারল্যান্ডের আর্থিক খাতবিষয়ক সংবাদমাধ্যম ফিননিউজের তথ্যানুসারে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ১ লাখ ৪২ হাজার অতি ধনী বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসনের সুবিধা নিতে পারেন। হারভে ল করপোরেশন নামের এক আইনি প্রতিষ্ঠানের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ মিলিয়নিয়ার অর্থাৎ যাঁদের সম্পদ ১০ লাখ ডলারের বেশি, তাঁরা দেশত্যাগের পরিকল্পনা করছেন। এই প্রবণতা মিলেনিয়াল (জন্ম ১৯৮২ থেকে ১৯৯৬) ও জেন–জি (১৯৯৭-২০১২) প্রজন্মের ৬৪ শতাংশের মধ্যে দেখা গেছে। এই প্রজন্মের ধনীদের মধ্যে বিভিন্ন দেশের গোল্ডেন ভিসা নেওয়ার প্রবণতা বাড়ছে।
যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ মিলিয়নিয়ার অর্থাৎ যাঁদের সম্পদ ১০ লাখ ডলারের বেশি, তাঁরা দেশত্যাগের পরিকল্পনা করছেন।সিএনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ধনীদের দেশত্যাগের পেছনে আর্থিক বিভিন্ন কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তাঁরা অন্যান্য দেশে যাচ্ছেন। মার্কিন নাগরিকেরা অবশ্য বিশ্বের যে দেশেই থাকুক না কেন, তাঁদের আয়কর বিবরণী দেওয়া বাধ্যতামূলক। বিভিন্ন দেশে বিভিন্ন কর্মসূচির আওতায় বসবাস করলে কিছু সুবিধা অবশ্য পাওয়া যায়। এ ছাড়া আরও কিছু বিবেচনা থেকে মার্কিন ধনীদের দেশত্যাগের প্রবণতা বেড়েছে। যেমন ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম খরচে বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য, পরিবারের জন্য আরও বেশি সময় ব্যয় করা, সাংস্কৃতিক উন্নয়নের সুযোগ, সামাজিকতার বোধ।
মার্কিন ধনীদের যাওয়ার প্রিয় জায়গা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস অ্যান্ড নেভিস, গ্রানাডা, অ্যান্টিগা ও বারবুডা, সেন্ট লুসিয়া, ডোমিনিকা। সেই সঙ্গে ইউরোপের যেসব দেশ গোল্ডেন ভিসা দিচ্ছে, যেমন পর্তুগাল, স্পেন, মাল্টা ও গ্রিসেও যাচ্ছেন মার্কিন ধনীরা।
ডলারের দরপতন
ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির কারণে মার্কিন মুদ্রা ডলারের শক্তিও কমতে শুরু করেছে। সামগ্রিকভাবে মার্কিন অর্থনীতিতে মানুষের আস্থা কমে যাচ্ছে। যার আরেকটি দৃষ্টান্ত হলো বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা কমে যাওয়া। যে কারণে বন্ডের সুদহার বাড়াতে হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্লেষক বলছেন, মার্কিন ট্রেজারির সুদহার বেড়ে যাওয়ায় সম্ভবত ট্রাম্প শেষমেশ শুল্ক স্থগিত করেছেন। শুল্ক বাধার কারণে সামগ্রিকভাবে ডলারে বাণিজ্য আরও কমে যেতে পারে। সেই সঙ্গে মার্কিন ধনীরা যেখানে নিজ দেশ থেকে বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করেছেন, তাতে ডলারের শক্তি আরও কমার শঙ্কা দেখা দিয়েছে।
শুধু যুক্তরাষ্ট্র নয়, আইনি প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের একটি নতুন প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ১১ হাজারের বেশি বিত্তবান ব্রিটিশ রাজধানী লন্ডন ছেড়েছেন। ধনীদের লন্ডন ছাড়ার প্রবণতা কয়েক বছর ধরেই চলছে। তবে তা এখন উদ্বেগজনক অবস্থায় পৌঁছে গিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ শত য গ র প র প রবণত করছ ন
এছাড়াও পড়ুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা