বিশ্বের শুধু আলোচিত বা সবচেয়ে বেশি রেটিং পাওয়া সিনেমার তালিকাই তৈরি করে না আইএমডিবি; সবচেয়ে বাজে বা কম রেটিং পাওয়া সিনেমার তালিকাও তৈরি করে এই ইন্টারনেট মুভি ডেটাবেজ। সম্প্রতি আপডেট হওয়া সর্বনিম্ন রেটিংয়ের এই তালিকায় বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের দর্শকদের রেটিং।

ভারতীয় অভিনেতা রণবীর সিংয়ের একটি সিনেমাকে বাংলাদেশের ৯ হাজারের বেশি দর্শক ১ রেটিং দিয়েছেন। যা সিনেমাটি নিয়ে গেছে সর্বকালের সেরা কম রেটিংয়ের ১০০ সিনেমার তালিকায়। এর কারণ কী?

বিক্রম ও বালার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। ছবি: আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্বের সেরা ১০ সিনেমার গল্পে কী আছে

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এই আইএমডিবিতে রয়েছে মুক্তি পাওয়া কয়েক লাখ ছবির খুঁটিনাটি তথ্য। এই ডেটাবেজে ২৫০টি চলচ্চিত্রের একটি তালিকা আছে। এই তালিকাকে বলা হয় সর্বোচ্চ রেটিং পাওয়া সিনেমা। অনেক চলচ্চিত্র বিশ্লেষক এই ছবিগুলোকে বিশ্বের সেরা ছবি হিসেবেও বিবেচনা করেন। ঘরে বসে দেখতে পারেন আইএমডিবি ব্যবহারকারীদের ভোটে সর্বোচ্চ রেটিং পাওয়া বিশ্বের সেরা ১০টি ছবি।

‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ ছবির পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বের সেরা ১০ সিনেমার গল্পে কী আছে