সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ছয় মাস সময় পেয়েছে এ–সংক্রান্ত টাস্কফোর্স। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাগর-রুনি হত্যা মামলা তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতের আদেশের পর গত ২৩ অক্টোবর চার সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া ছয় মাস সময় ইতিমধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ আরও ৯ মাস সময় দিতে আরজি জানায়। শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর পরবর্তী দিন রেখেছেন।

এক রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের ২০১২ সালের ১৮ এপ্রিল দেওয়া এক আদেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। দীর্ঘ এই সময়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়েনি। মামলাটি তদন্তের জন্য র‍্যাবের কাছে স্থানান্তরের ওই আদেশ সংশোধন চেয়ে স্বরাষ্ট্রসচিবের পক্ষে গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি নিয়ে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনসহ ওই আদেশ দেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি আজ আদেশের জন্য কার্যতালিকায় ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ শুনানি করেন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো.

আবদুল ওয়াহাব। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, ‘তদন্ত চলছে। আরেকটু সময় লাগবে।’ আদালত বলেন, ‘কত দিন?’ তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘৯ মাস সময় দেন। অনেক পুরোনো মামলা। কিছু কিছু তথ্য খুঁজতে হচ্ছে, যা সময়সাপেক্ষ।’

আরশাদুর রউফ বলেন, ‘কর্মকর্তারা দিন-রাত কাজ করছেন। টাস্কফোর্সে পুলিশের পাশাপাশি র‍্যাবসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা আছেন। সবাই মিলেই চেষ্টা করছেন, অনেক দূর অগ্রগতি হয়েছে। ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। প্রতিদিন তদারক করা হচ্ছে। ৯ মাস সময় দেন। এর আগে হয়ে গেলে আদালতে প্রতিবেদন দাখিল করা যাবে।’

একপর্যায়ে আদালত বলেন, ‘১২ বছর হয়ে গেছে।’ তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগে ছিল র‍্যাবের হাতে। যদিও র‍্যাব অপারেশনাল এজেন্সি, তদন্তকারী সংস্থা নয়।’

বাদীপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, একটি রিটের পরিপ্রেক্ষিতে মামলাটি তদন্তের জন্য র‍্যাবের কাছে যায়। র‍্যাব হচ্ছে আইন বাস্তবায়নকারী সংস্থা। অতীতে দেরি হয়েছে। বারবার পেছাচ্ছে কেন—এ নিয়ে পাবলিক পারসেপশন (একধরনের দৃষ্টিভঙ্গি) আছে। ওনারা (টাস্কফোর্স) আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, অগ্রগতি হয়েছে। এত লম্বা সময় (৯ মাস) দেওয়া হলে মানুষের মনে খারাপ ধারণা তৈরি হতে পারে। তিন মাস সময় দেওয়ার পক্ষে মত দেন বাদীপক্ষের এই আইনজীবী।

একপর্যায়ে রাষ্ট্রপক্ষের উদ্দেশে আদালত বলেন, ‘প্রগ্রেস (তদন্তের অগ্রগতি) হচ্ছে তো?’ তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, ‘প্রগ্রেস হচ্ছে। বিষয়টি পুলিশের মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক ও অ্যাটর্নি জেনারেল নিজেও তত্ত্বাবধান করছেন।’ পরে ছয় মাস সময় মঞ্জুর করে আদালত আগামী ২২ অক্টোবর পরবর্তী দিন রাখেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

প্রথমে এ মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। চার দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুনসাগর-রুনি হত্যা মামলা: আরও ছয় মাস সময় দেওয়া হলো টাস্কফোর্সকে৮ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ষ ট রপক ষ ছয় ম স সময় ম স সময় দ তদন ত র করছ ন

এছাড়াও পড়ুন:

পটিয়া পৌরসভার সাবেক মেয়র বাবুল কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুলকে (৫৯) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আইয়ুব বাবুল পৌরসভার ৩নং ওয়ার্ডের মহল্লা বাড়ির মৃত আমিনুর রহমানের ছেলে।

জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুরে পটিয়া পৌরসদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী আহত হন। 

এ ঘটনায় গত বছরের ১৯ আগস্ট দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুমের (পটিয়া মাদরাসা) ছাত্র মো. নুরুল হাসান ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আইয়ুব বাবুল এজাহারনামীয় আসামি। এছাড়াও বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট, বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও তিনটি মামলার তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ সমকালকে বলেন, ‘পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এ বিষয়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, আইয়ুব বাবুল বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভা নির্বাচনে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব বাবুল নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছিলেন ১৪ হাজার ৮৩৬টি। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম সওদাগর পেয়েছিলেন ১ হাজার ৪৯৪ ভোট। 

সম্পর্কিত নিবন্ধ

  • শ্রম আদালতে ঝুলছে ২২ হাজার মামলা
  • মাওলানা রইস হত্যার বিচার দাবি জানিয়ে ১০২ নাগরিকের বিবৃতি
  • বৈষম্যবিরোধী আন্দোলন ও কিশোর গ্যাংয়ের মামলায় আসামিপক্ষে সরকারি আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ
  • চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার ফের শুনানি
  • চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন, শুনানি হতে পারে রোববার
  • আনিসুল-সালমান-মামুন রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আতিক
  • আবারও নিরপরাধ দাবি হিটু শেখের, ভিন্ন কথা সাক্ষীদের
  • কিউআর কোডসহ অনলাইন যাচাই ব্যবস্থা প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
  • মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
  • পটিয়া পৌরসভার সাবেক মেয়র বাবুল কারাগারে