কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২০ জন নিহত হওয়ার শঙ্কা
Published: 22nd, April 2025 GMT
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে আজ মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। এতে অন্তত ৫ জন পর্যটক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন।
পহেলগামের বৈসারন উপত্যকায় তিনজন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। তবে ভারত সরকার হামলাকারীদের সন্দেহভাজন জঙ্গি বলে জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, এই হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেসিস্ট্যান্স’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যমে গোষ্ঠীটি এই ঘোষণা দেয়। তবে বিষয়টি বার্তা সংস্থার পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সশস্ত্র গোষ্ঠীর হামলার খবর পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িঘড়ি শ্রীনগর রওনা হয়েছেন। এর আগে তিনি টেলিফোনে কথা বলেন সৌদি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।
গণমাধ্যমের খবরে বলা হয়, রিসোর্টটিতে পৌঁছাতে গেলে হয় হেঁটে যেতে হয়, নয়তো ঘোড়ায়। নিরিবিলি পরিবেশ হওয়ায় ওই রিসোর্ট পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
ভারতে জঙ্গি হামলায় আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার, কাশ্মীর.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সশস ত র গ ষ ঠ হয় ছ ন র খবর
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।