কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২০ জন নিহত হওয়ার শঙ্কা
Published: 22nd, April 2025 GMT
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে আজ মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। এতে অন্তত ৫ জন পর্যটক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন।
পহেলগামের বৈসারন উপত্যকায় তিনজন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। তবে ভারত সরকার হামলাকারীদের সন্দেহভাজন জঙ্গি বলে জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, এই হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেসিস্ট্যান্স’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যমে গোষ্ঠীটি এই ঘোষণা দেয়। তবে বিষয়টি বার্তা সংস্থার পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সশস্ত্র গোষ্ঠীর হামলার খবর পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িঘড়ি শ্রীনগর রওনা হয়েছেন। এর আগে তিনি টেলিফোনে কথা বলেন সৌদি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।
গণমাধ্যমের খবরে বলা হয়, রিসোর্টটিতে পৌঁছাতে গেলে হয় হেঁটে যেতে হয়, নয়তো ঘোড়ায়। নিরিবিলি পরিবেশ হওয়ায় ওই রিসোর্ট পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
ভারতে জঙ্গি হামলায় আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার, কাশ্মীর.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সশস ত র গ ষ ঠ হয় ছ ন র খবর
এছাড়াও পড়ুন:
ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবক আহত
বগুড়ার গাবতলীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সেলিমকে আহতাবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হাসপাতালে নজরদারিতে রেখেছে।
স্থানীয় সূত্র জানায়, সেলিম ও কয়েকজন ব্যক্তি বাড়ির একটি কক্ষে গোপনে ককটেল তৈরি করছিলেন। বিস্ফোরণে সেলিম আহত হলে তার সহযোগীরা সেখান থেকে পালিয়ে যান। ককটেলের বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে সেলিমকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম বলেন, ‘‘ঘটনাস্থল পরিদর্শনের পর আহত সেলিমকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্ফোরণের সময় আরো দুজন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। তারা পালিয়ে গেছেন। বিস্ফোরিত বস্তু ককটেল ধরনের। কী উদ্দেশে এটি তৈরি হচ্ছিল, জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল সিলগালা রেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে।’’
ঢাকা/এনাম/রাজীব