আ.লীগকে যারা ফিরিয়ে আনতে চায়, তাদের প্রতিহত করার ঘোষণা
Published: 22nd, April 2025 GMT
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায়, সমাবেশ থেকে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন এনসিপির নেতা–কর্মীরা। এনসিপির বৃহত্তর তেজগাঁও ও শেরেবাংলা নগর জোন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কর্মসূচির শুরুতে খামারবাড়ি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এ সময় আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আদিব। তিনি বলেন, ‘এই অভ্যুত্থানের শহীদেরা আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাঁদের কথা শুনুন।’
সমাবেশে এনসিপির সংগঠক মুনতাসির মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ ছাত্র হত্যাকারী সংগঠন, তারা ৫ মে আলেমদের হত্যাকারী সংগঠন, তারা দেশপ্রেমিক সৈনিকদের হত্যাকারী সংগঠন—আমরা তাদের ফিরতে দেব না।’
এ সময় রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার পর এখনো বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে অভিযোগ করে মুনতাসির মাহমুদ বলেন, ‘এখনো ফার্মগেট এলাকায় চাঁদাবাজি চলছে। আমরা চাঁদাবাজদের এ কাজ করতে দেব না। এ ছাড়া যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, আমরা তাদের প্রতিহত করব।’
এনসিপির সংগঠক এস এম শোয়াইব বলেন, ‘আওয়ামী লীগ আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।’
অন্তর্বর্তী সরকারকে শহীদদের রক্তের ওপর গঠিত সরকার উল্লেখ করে শোয়াইব বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি, বাংলাদেশে নাকি আওয়ামী লীগকে মিছিল করার জন্য রাস্তা ভাড়া দেওয়া হচ্ছে।’
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো.
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফার্মগেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’, ‘শেখ হাসিনার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প র এল ক য় স গঠক আওয় ম
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।