সুপারশপ প্রিন্স বাজার লিমিটেডের মিরপুর-১ শাখার ঈদুল ফিতরের র‌্যাফেল ড্র জিতেছেন ৩৫ ক্রেতা। আজ বুধবার আউটলেটটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রিন্স গ্রুপের চেয়ারম্যান কাজী রুহুল আমিন।

তিনি বলেন, ক্রেতাদের সঙ্গে সেতুবন্ধনের জন্য প্রতিবারের মতো এবারের ঈদেও প্রিন্স বাজারের সব আউটলেটে কুপন দেওয়া হয়। মিরপুর-১ শাখার পুরস্কার বিজয়ী প্রত্যেকে ভাগ্যবান। প্রিন্স বাজার সততা ও নিষ্ঠার সঙ্গে আগামীতেও ক্রেতাদের সঙ্গে এ বন্ধন রাখবে। ক্রেতার চাহিদা ও রুচি অনুযায়ী মানসম্মত পণ্যের যোগান নিশ্চিত করবে।

প্রথম রোজা থেকে চাঁদ রাত পর্যন্ত এক হাজার টাকার কেনাকাটায় ক্রেতারা একটি করে কুপন পান। মিরপুর-১ শাখায় প্রায় আড়াই লাখ কুপন থেকে ৩৫ জন বিজয়ী হয়েছেন। প্রথম পুরস্কার একটি ভিশন ডাবল ডোর ফ্রিজ পেয়েছেন কল্যাণপুরের বাসিন্দা ওহাব (কুপন নং-১৮৬৯৮১)। দ্বিতীয় পুরস্কার ৫৫ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন শামীম (২৭৯৯০), তৃতীয় পুরস্কার ভিশন ওয়াশিং মেশিন পেয়েছেন মুক্তা (১৮২৯৭), চতুর্থ পুরস্কার মাইক্রোওভেন পেয়েছেন হাবিবা জাহান (২৫৪৯০) ও নাঈম (৩৮৪৫৪), পঞ্চম পুরস্কার গ্রিল ওভেন পেয়েছেন বিলাস দাস (১৩৫৯৯৭) ও জনি (১১৩৫১৮), ষষ্ঠ পুরস্কার ৩২ পিসের ডিনার সেট পেয়েছেন যথাক্রমে ফারজানা (১১২৬৭২), আনভির আলম (১১৫৫৭৩), আবরার হাসান (১২৮৩৯৩) ও শহিদুল ইসলাম (২৮৭৮৯)।

বাকিরা পেয়েছেন বিশেষ পুরস্কার। বিজয়ী কুপনগুলো হলো ১০৪২৫০, ১৩০৪, ২১৮৬১, ২০৮৯১, ১৬৭৬৩, ১০৪০৯৫, ২৯০৩৩, ১২৫৬০১, ৬০০৬১, ১৮৬৯৪০, ১৮৬৯৪০, ১০৪৫৪৮, ২০৩৮২, ১২২০৩৬, ১১৪১৮৬, ২৩৪৩৩, ৩৮২৩, ১৩৭৩৬৩, ৪৫৯৯৭, ১০৩৯৫৯, ৬৩১৮৪, ৯৩৩৫৯, ২০৪৬৮, ১২৪৬৫ ও ৩০৯৩৩।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রিন্স গ্রুপের এমডি কাজী হেলাল উদ্দিন, প্রিন্স বাজার লিমিটেডের এমডি কাজী বেলাল হোসেন, প্রিন্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী রাহাতুল আমিন, হেড অব অপারেশন্স আকতার হোসেন, জেনারেল ম্যানেজার তাজুল ইসলাম খাঁন, ম্যানেজার (অপারেশন্স) কায়কোবাদ হায়দার চৌধুরী, হিসাব ব্যবস্থাপক জিয়াউর রহমান, আইটি ম্যানেজার উত্তম কুমার বাগচী, সহকারী ম্যানেজার নাসির উল্লাহ সোহাগ, প্রণব কান্তি ভৌমিক, পার্চেজ ইনচার্জ আব্দুস সালাম প্রমুখ।

আজ প্রিন্স বাজারের মিরপুর-১৪ শাখার র‌্যাফেল ড্রতেও বিজয়ী হয়েছেন ৩৫ জন। বৃহস্পতিবার তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। র‌্যাফেল ড্রর মিডিয়া পার্টনার দৈনিক সমকাল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ