ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে আজ বুধবার (২৩ এপ্রিল) তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিকেএসপিতে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা ৫ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ১০ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। মোহামেডান ও আবাহনীর জয়ের দিনে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সৌম্য সরকারের অনবদ্য ১৫৩ রানের অপরাজিত ইনিংসে তারা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারায় ১০৩ রানে।

গুলশান ক্রিকেট ক্লাব মোহামেডানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৭.

৪ ওভারে মাত্র ২২৪ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ৭১ ও তাওহীদ হৃদয়ের ৬২ রানের ইনিংসে ভর করে ৪৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে মোহামেডান।

আরো পড়ুন:

বিজয়ের সেঞ্চুরির ফিফটি, মোহামেডান-আবাহনীর জয়

মোহামেডানে খেলবেন মোস্তাফিজ 

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবাহনী আগে ব্যাট করতে নেমে শাহরিয়ার কমলের ৯৬, পারভেজ হোসেন ইমনের ৪৫ ও এসএম মেহরবের ৪৫ রানের ইনিংসে ভর করে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রানে অলআউট হয়। জবাবে এনমুল হক বিজয়ের সেঞ্চুরির পরও ৪৯.৩ ওভারে ২৩৯ রানে থামে গাজী গ্রুপ। বিজয় ১১৩ বলে ৯ চারে ১০৮ রানের ইনিংস খেলেন। এছাড়া ওয়াসি সিদ্দিকী ৩৮ ও শামসুর রহমান করেন ২৭ রান।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জ আগে ব্যাট করতে নামে। সৌম্যর ১৭টি চার ও ৬ ছক্কায় করা অপরাজিত ১৫৩, আফিফ হোসেনের অপরাজিত ৪৯, সাইফ হাসানের ৪৩ ও তানজিদ হাসানের ৪৩ রানের ইনিংসে ভর করে মাত্র ৩ উইকেটে ৩৩৩ রানের বড় সংগ্রহ দাঁড় করে। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩.১ ওভারে অগ্রণী ব্যাংককে অলআউট করে ২৩০ রানে। অগ্রণীর মার্শাল আইয়ুব সর্বোচ্চ ৭৪ রান করেন। এছাড়া শুভাগত হোম ৩৯ ও ইমরানুজ্জামান করেন ২৯ রান।

সুপার লিগের দুই রাউন্ড শেষে ২৪ পয়েন্ট নিয়ে আবাহনী যথারীতি আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ২২ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে দ্বিতীয় স্থানে। আর ১৮ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স অবস্থান করছে তৃতীয় স্থানে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন র ইন উইক ট

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ