১.

একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কোন দেশ?

ক. সার্বিয়া

খ. তিমুর-লেস্তে

গ. মন্টেনিগ্রো

ঘ. কসোভো

উত্তর: খ. তিমুর–লেস্তে

২.

দেশের সব নদ–নদীকে ব্যক্তি-আইনি সত্তা/জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে মহামান্য হাইকোর্ট আদেশ জারি করে কত সালে?

ক. ২০১৯ সালে

খ. ২০১৭ সালে

গ. ২০১৩ সালে

ঘ. ২০২১ সালে

উত্তর: ক.

২০১৯ সালে

৩.

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলার দায় স্বীকারকারী সংগঠন—

ক. তেহরিক–ই–জিহাদ

খ. কাশ্মীর জিহাদ ফোর্স

গ. কাশ্মীর রেজিস্ট্যান্স

ঘ. লস্কর–ই–জাংভি

উত্তর: গ. কাশ্মীর রেজিস্ট্যান্স

৪.

বিশ্বে প্রথমবারের মতো সরাসরি আইন প্রণয়নের প্রক্রিয়ায় এআইকে (AI) সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র

খ. চীন

গ. সংযুক্ত আরব আমিরাত

ঘ. সিঙ্গাপুর

উত্তর: গ. সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন৪৬তম বিসিএসে লিখিত পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতির জন্য যা যা করণীয়২০ এপ্রিল ২০২৫

৫.

শ্রম সংস্কার কমিশনের প্রধান—

ক. কামাল আহমেদ

খ. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ

গ. আবদুল মুয়ীদ চৌধুরী

ঘ. ড. বদিউল আলম মজুমদার

উত্তর: খ. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ

৬.

এ বছর বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্‌যাপন করা হয়—

ক. ২২ এপ্রিল

খ. ৪ এপ্রিল

গ. ১৫ মার্চ

ঘ. ১২ এপ্রিল

উত্তর: ক. ২২ এপ্রিল (সাধারণত প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়।)

৭.

বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপনে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ক. ব্রেন্ট নেইম্যান

খ. ফার্ডিনান্ড মার্কোস

গ. নামগিয়েল ওয়াংচুক

ঘ. হোসে রামোস-হোর্তা

উত্তর: ঘ. হোসে রামোস-হোর্তা (তিমুর-লেস্তের প্রেসিডেন্ট)

৮.

ভ্যাটিকান সিটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়—

ক. ২০১৫ সালে

খ. ২০১২ সালে

গ. ২০১৭ সালে

ঘ. ২০০২ সালে

উত্তর: ক. ২০১৫ সালে

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫

৯.

বাংলাদেশের কৃষিক্ষেত্রে ‘কালো সোনা’ হিসেবে পরিচিতি লাভ করেছে—

ক. কালোজিরা

খ. চা পাতা

গ. পেঁয়াজবীজ

ঘ. পাটবীজ

উত্তর: গ. পেঁয়াজবীজ

১০. পোপ ফ্রান্সিস জন্মসূত্রে কোন দেশের নাগরিক?

ক. ইতালি

খ. আর্জেন্টিনা

গ. স্পেন

ঘ. মেক্সিকো

উত্তর: খ. আর্জেন্টিনা (তিনি দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ।)

১১.

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ পাঠ করান—

ক. রাষ্ট্রপতি

খ. প্রধান বিচারপতি

গ. প্রধানমন্ত্রী

ঘ. অ্যার্টনি জেনারেল

উত্তর: খ. প্রধান বিচারপতি

১২.

‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট পরিবহন প্রকল্প’ কোন দুটি দেশের মধ্যে বাস্তবায়িত হচ্ছে?

ক. চীন, মিয়ানমার

খ. চীন, নেপাল

গ. ভারত, মিয়ানমার

ঘ. থাইল্যান্ড, কম্বোডিয়া

উত্তর: গ. ভারত, মিয়ানমার

আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি৩ ঘণ্টা আগে

১৩.

সম্প্রতি ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে?

ক. সুইজারল্যান্ড

খ. ডেনমার্ক

গ. জার্মানি

ঘ. স্পেন

উত্তর: ক. সুইজারল্যান্ড

১৪.

বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা—

ক. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক

খ. বিশ্বব্যাংক

গ. আইএমএফ

ঘ. ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম

উত্তর: খ. বিশ্বব্যাংক

১৫.

বিখ্যাত ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত?

ক. ফ্রান্স

খ. রাশিয়া

গ. জার্মানি

ঘ. বেলজিয়াম

উত্তর : ঘ. বেলজিয়াম

১৬.

শিশুমৃত্যুর হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান—

ক. ১ম

খ. ২য়

গ. ৩য়

ঘ. ৪র্থ

উত্তর: গ. ৩য়

১৭.

রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা দিয়েছেন—

ক. কিয়ার স্টারমার

খ. উরসুলা ভন ডার লেন

গ. এমানুয়েল মাখোঁ

ঘ. ওলাফ শলৎজ

উত্তর: ক. কিয়ার স্টারমার

আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, করুন আবেদন১ ঘণ্টা আগে

১৮.

বিরল খনিজ মজুতের পরিমাণ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ—

ক. ইউক্রেন

খ. গ্রিনল্যান্ড

গ. চীন

ঘ. রাশিয়া

উত্তর: গ. চীন

১৯.

বাংলাদেশ সফরকারী জাতিসংঘের প্রথম মহাসচিব—

ক. বান কি মুন

খ. কফি আনান

গ. উ থান্ট

ঘ. কুর্ট ওয়াল্ডহেইম

উত্তর: ঘ. কুর্ট ওয়াল্ডহেইম

২০.

সম্প্রতি কোন ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে?

ক. পর্তুগাল

খ. ডেনমার্ক

গ. ফ্রান্স

ঘ. নেদারল্যান্ডস

উত্তর: গ. ফ্রান্স

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ