১.

একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কোন দেশ?

ক. সার্বিয়া

খ. তিমুর-লেস্তে

গ. মন্টেনিগ্রো

ঘ. কসোভো

উত্তর: খ. তিমুর–লেস্তে

২.

দেশের সব নদ–নদীকে ব্যক্তি-আইনি সত্তা/জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে মহামান্য হাইকোর্ট আদেশ জারি করে কত সালে?

ক. ২০১৯ সালে

খ. ২০১৭ সালে

গ. ২০১৩ সালে

ঘ. ২০২১ সালে

উত্তর: ক.

২০১৯ সালে

৩.

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলার দায় স্বীকারকারী সংগঠন—

ক. তেহরিক–ই–জিহাদ

খ. কাশ্মীর জিহাদ ফোর্স

গ. কাশ্মীর রেজিস্ট্যান্স

ঘ. লস্কর–ই–জাংভি

উত্তর: গ. কাশ্মীর রেজিস্ট্যান্স

৪.

বিশ্বে প্রথমবারের মতো সরাসরি আইন প্রণয়নের প্রক্রিয়ায় এআইকে (AI) সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র

খ. চীন

গ. সংযুক্ত আরব আমিরাত

ঘ. সিঙ্গাপুর

উত্তর: গ. সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন৪৬তম বিসিএসে লিখিত পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতির জন্য যা যা করণীয়২০ এপ্রিল ২০২৫

৫.

শ্রম সংস্কার কমিশনের প্রধান—

ক. কামাল আহমেদ

খ. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ

গ. আবদুল মুয়ীদ চৌধুরী

ঘ. ড. বদিউল আলম মজুমদার

উত্তর: খ. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ

৬.

এ বছর বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্‌যাপন করা হয়—

ক. ২২ এপ্রিল

খ. ৪ এপ্রিল

গ. ১৫ মার্চ

ঘ. ১২ এপ্রিল

উত্তর: ক. ২২ এপ্রিল (সাধারণত প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়।)

৭.

বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপনে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ক. ব্রেন্ট নেইম্যান

খ. ফার্ডিনান্ড মার্কোস

গ. নামগিয়েল ওয়াংচুক

ঘ. হোসে রামোস-হোর্তা

উত্তর: ঘ. হোসে রামোস-হোর্তা (তিমুর-লেস্তের প্রেসিডেন্ট)

৮.

ভ্যাটিকান সিটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়—

ক. ২০১৫ সালে

খ. ২০১২ সালে

গ. ২০১৭ সালে

ঘ. ২০০২ সালে

উত্তর: ক. ২০১৫ সালে

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫

৯.

বাংলাদেশের কৃষিক্ষেত্রে ‘কালো সোনা’ হিসেবে পরিচিতি লাভ করেছে—

ক. কালোজিরা

খ. চা পাতা

গ. পেঁয়াজবীজ

ঘ. পাটবীজ

উত্তর: গ. পেঁয়াজবীজ

১০. পোপ ফ্রান্সিস জন্মসূত্রে কোন দেশের নাগরিক?

ক. ইতালি

খ. আর্জেন্টিনা

গ. স্পেন

ঘ. মেক্সিকো

উত্তর: খ. আর্জেন্টিনা (তিনি দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ।)

১১.

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ পাঠ করান—

ক. রাষ্ট্রপতি

খ. প্রধান বিচারপতি

গ. প্রধানমন্ত্রী

ঘ. অ্যার্টনি জেনারেল

উত্তর: খ. প্রধান বিচারপতি

১২.

‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট পরিবহন প্রকল্প’ কোন দুটি দেশের মধ্যে বাস্তবায়িত হচ্ছে?

ক. চীন, মিয়ানমার

খ. চীন, নেপাল

গ. ভারত, মিয়ানমার

ঘ. থাইল্যান্ড, কম্বোডিয়া

উত্তর: গ. ভারত, মিয়ানমার

আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি৩ ঘণ্টা আগে

১৩.

সম্প্রতি ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে?

ক. সুইজারল্যান্ড

খ. ডেনমার্ক

গ. জার্মানি

ঘ. স্পেন

উত্তর: ক. সুইজারল্যান্ড

১৪.

বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা—

ক. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক

খ. বিশ্বব্যাংক

গ. আইএমএফ

ঘ. ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম

উত্তর: খ. বিশ্বব্যাংক

১৫.

বিখ্যাত ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত?

ক. ফ্রান্স

খ. রাশিয়া

গ. জার্মানি

ঘ. বেলজিয়াম

উত্তর : ঘ. বেলজিয়াম

১৬.

শিশুমৃত্যুর হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান—

ক. ১ম

খ. ২য়

গ. ৩য়

ঘ. ৪র্থ

উত্তর: গ. ৩য়

১৭.

রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা দিয়েছেন—

ক. কিয়ার স্টারমার

খ. উরসুলা ভন ডার লেন

গ. এমানুয়েল মাখোঁ

ঘ. ওলাফ শলৎজ

উত্তর: ক. কিয়ার স্টারমার

আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, করুন আবেদন১ ঘণ্টা আগে

১৮.

বিরল খনিজ মজুতের পরিমাণ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ—

ক. ইউক্রেন

খ. গ্রিনল্যান্ড

গ. চীন

ঘ. রাশিয়া

উত্তর: গ. চীন

১৯.

বাংলাদেশ সফরকারী জাতিসংঘের প্রথম মহাসচিব—

ক. বান কি মুন

খ. কফি আনান

গ. উ থান্ট

ঘ. কুর্ট ওয়াল্ডহেইম

উত্তর: ঘ. কুর্ট ওয়াল্ডহেইম

২০.

সম্প্রতি কোন ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে?

ক. পর্তুগাল

খ. ডেনমার্ক

গ. ফ্রান্স

ঘ. নেদারল্যান্ডস

উত্তর: গ. ফ্রান্স

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের পরবর্তী শুনানি বুধবার

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের (রিভিউ) ওপর পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ পরবর্তী ওই দিন ধার্য করেন।

এর আগে গত ১৮ মে শুনানি নিয়ে আপিল বিভাগ শুনানির জন্য ১ জুলাই দিন ধার্য করেছিলেন। ধার্য তারিখে বিষয়টি শুনানির জন্য রিভিউ আবেদনকারী পক্ষের আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ১৫ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। আজ বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার ৭ নম্বর ক্রমিকে ওঠে।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রায় দেন। পরে ২০১৬ সালের ১০ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রম ওপরের দিকে রাখা ও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়।

আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির পদক্রম এক ধাপ উন্নীত করে জাতীয় সংসদের স্পিকারের সমান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও মহান স্বাধীনতাসংগ্রামে অংশগ্রহণ করে যে মুক্তিযোদ্ধারা বীর উত্তম খেতাব পেয়েছেন) পদক্রমে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা উচিত বলে উল্লেখ করা হয়।

ওই রায় পুনর্বিবেচনা চেয়ে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান ২০১৭ সালে পৃথক আবেদন করেন। রিভিউ আবেদনে রাষ্ট্রের ৯০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পক্ষভুক্ত হন। পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের ওপর গত ২৭ এপ্রিল শুনানি শুরু হয়।

আজ আদালতে রিভিউ আবেদনকারী মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন শুনানি করেন। রিট আবেদনকারী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম শুনানিতে অংশ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগ রুলস অব বিজনেস অনুযায়ী, ১৯৮৬ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে। রাষ্ট্রপতির অনুমোদনের পর একই বছরের ১১ সেপ্টেম্বর তা জারি করা হয়। পরে বিভিন্ন সময়ে তা সংশোধন করা হয়।

সর্বশেষ সংশোধন করা হয় ২০০৩ সালের ডিসেম্বরে। সংশোধিত এই ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির ক্ষেত্রে সাংবিধানিক পদ, সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচের ক্রমিকে রাখা হয়েছে—এমন উল্লেখ করে এর বৈধতা নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে রিট করেন।

রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট আট দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০১১ সালে আপিল করে। এ আপিলের ওপর শুনানি শেষে ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৭ সালে করা আবেদনের ওপর শুনানি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রতিনিধিত্ব করার ‘প্রতীকহীন’ সুযোগ 
  • ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন
  • ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ, আদেশ ৬ আগস্ট
  • রাবি ছাত্রদলের সভাপতি রাহী, সম্পাদক জহুরুল
  • ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের পরবর্তী শুনানি বুধবার