বাংলাদেশের টেক জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে চট্টগ্রাম ও বগুড়ায় হয়েছে ‘বিজনেস গুডইউল গ্যাদারিং-২০২৫’ শীর্ষক সম্মেলন। এতে বগুড়া ও চট্টগ্রাম অঞ্চলে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় ৫০০ ব্যবসায়িক অংশীদারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তা অংশ নেন।

গত সোমবার (২১ এপ্রিল, ২০২৫) বন্দর নগরী চট্টগ্রামের হোটেল পেনিনসুলার বলরুমে চট্টগ্রাম জোনের ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে সম্মেলন হয়। এতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনীর ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিরা যোগ দেন।

এর আগে চলতি মাসের ১৬ তারিখে বগুড়ার পাঁচ তারকা হোটেল মোমো ইন‘র অডিটরিয়ামে হয় বগুড়া অঞ্চলের সম্মেলন। এতে যোগ দেন রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, রংপুর এবং পাবনা জোন থেকে আসা ডিস্ট্রিবিউটরগণ।

সম্মেলনে ওয়ালটন ব্র্যান্ডের প্রতি সিংহভাগ ক্রেতার আস্থা বজায় রাখা, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদান, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগী বিপণন কৌশল প্রণয়ন ইত্যাদি বিষয়ে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলন দুটিতে উপস্থিত ছিলেন—ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর মো.

আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন, ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভির রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার, চিফ সার্ভিস অফিসার নেয়ামুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ইমান হোসেন ও শহীদুজ্জামান রানা প্রমুখ। সঞ্চলনায় ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। 

সম্মেলনে ডিস্ট্রিবিউটরগণ ব্যবসা পরিচালনায় তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো ওয়ালটন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। ডিস্ট্রিবিউটরদের উদ্দেশে ওয়ালটন হাই-টেকের ডিএমডি মফিজুর রহমান জাকির বলেন, কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম অত্যাধিক হারে বৃদ্ধিসহ অন্যান্য চ্যালেঞ্জ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের ইলেনট্রনিক্স শিল্প। সামনে অবারিত সুযোগ আসছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। সেজন্য ডিস্ট্রিবিউটরদের ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে। 

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম বলেন, ওয়ালটন শতভাগ ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে নিময় মেনে ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের জিডিপি, কর্মসংস্থান, রপ্তানি ও অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। আপনাদের (ডিস্ট্রিবিউটর) সহযোগিতায় এবং দেশীয় ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ দেশের সুপারব্র্যান্ডে পরিণত হয়েছে। আপনাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ওয়ালটন কর্তৃপক্ষ।

ঢাকা/মাহফুজ/একরাম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড স ট র ব উটর ন টওয় র ক র ব জন স ব যবস

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা