বাংলাদেশের টেক জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে চট্টগ্রাম ও বগুড়ায় হয়েছে ‘বিজনেস গুডইউল গ্যাদারিং-২০২৫’ শীর্ষক সম্মেলন। এতে বগুড়া ও চট্টগ্রাম অঞ্চলে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় ৫০০ ব্যবসায়িক অংশীদারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তা অংশ নেন।

গত সোমবার (২১ এপ্রিল, ২০২৫) বন্দর নগরী চট্টগ্রামের হোটেল পেনিনসুলার বলরুমে চট্টগ্রাম জোনের ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে সম্মেলন হয়। এতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনীর ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিরা যোগ দেন।

এর আগে চলতি মাসের ১৬ তারিখে বগুড়ার পাঁচ তারকা হোটেল মোমো ইন‘র অডিটরিয়ামে হয় বগুড়া অঞ্চলের সম্মেলন। এতে যোগ দেন রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, রংপুর এবং পাবনা জোন থেকে আসা ডিস্ট্রিবিউটরগণ।

সম্মেলনে ওয়ালটন ব্র্যান্ডের প্রতি সিংহভাগ ক্রেতার আস্থা বজায় রাখা, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদান, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগী বিপণন কৌশল প্রণয়ন ইত্যাদি বিষয়ে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলন দুটিতে উপস্থিত ছিলেন—ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর মো.

আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন, ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভির রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার, চিফ সার্ভিস অফিসার নেয়ামুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ইমান হোসেন ও শহীদুজ্জামান রানা প্রমুখ। সঞ্চলনায় ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। 

সম্মেলনে ডিস্ট্রিবিউটরগণ ব্যবসা পরিচালনায় তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো ওয়ালটন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। ডিস্ট্রিবিউটরদের উদ্দেশে ওয়ালটন হাই-টেকের ডিএমডি মফিজুর রহমান জাকির বলেন, কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম অত্যাধিক হারে বৃদ্ধিসহ অন্যান্য চ্যালেঞ্জ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের ইলেনট্রনিক্স শিল্প। সামনে অবারিত সুযোগ আসছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। সেজন্য ডিস্ট্রিবিউটরদের ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে। 

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম বলেন, ওয়ালটন শতভাগ ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে নিময় মেনে ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের জিডিপি, কর্মসংস্থান, রপ্তানি ও অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। আপনাদের (ডিস্ট্রিবিউটর) সহযোগিতায় এবং দেশীয় ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ দেশের সুপারব্র্যান্ডে পরিণত হয়েছে। আপনাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ওয়ালটন কর্তৃপক্ষ।

ঢাকা/মাহফুজ/একরাম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড স ট র ব উটর ন টওয় র ক র ব জন স ব যবস

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, করুন আবেদন, বেতন ৫২ হাজার

বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ–৩.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০-এর মধ্যে ৫.০০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেটের কাজ জানতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিয়োগের পর থেকে অন্তত পাঁচ বছরের এই ব্যাংকে চাকরি করার মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫

বয়স: ৩০ এপ্রিল ২০২৫ সর্বোচ্চ ৩২ বছর।

বেতন-ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫২,৪০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এক্সিম ব্যাংকের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
  • বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০
  • বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, করুন আবেদন, বেতন ৫২ হাজার