আজ সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেগে ছিল ক্রিকেটারদের পদচারণা। একাডেমি ভবনে সকাল থেকে জড়ো হতে থাকেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। বেলা ১১টার দিকে মাঠে প্রবেশ করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর একে একে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও নাঈম শেখ।

একাডেমি ভবনে শুরু হয় ক্রিকেটারদের মধ্যে আলোচনা, যা চলে দীর্ঘ সময় ধরে। পরে জুমার নামাজের বিরতির পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনায় উপস্থিত থাকেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে গুঞ্জন আছে, ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে পারেন তামিম ইকবাল। উল্লেখ্য, অসুস্থতার কারণে ছিটকে যাওয়ার আগ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে ছিলেন এই অভিজ্ঞ ওপেনার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ