ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি
Published: 25th, April 2025 GMT
আজ সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেগে ছিল ক্রিকেটারদের পদচারণা। একাডেমি ভবনে সকাল থেকে জড়ো হতে থাকেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। বেলা ১১টার দিকে মাঠে প্রবেশ করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর একে একে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও নাঈম শেখ।
একাডেমি ভবনে শুরু হয় ক্রিকেটারদের মধ্যে আলোচনা, যা চলে দীর্ঘ সময় ধরে। পরে জুমার নামাজের বিরতির পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনায় উপস্থিত থাকেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে গুঞ্জন আছে, ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে পারেন তামিম ইকবাল। উল্লেখ্য, অসুস্থতার কারণে ছিটকে যাওয়ার আগ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে ছিলেন এই অভিজ্ঞ ওপেনার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন