‘হাম্পটি ডাম্পটি স্যাট অন আ ওয়াল, হাম্পটি ডাম্পটি হ্যাড আ...।’ মুঠোফোনে আসা বার্তাটা এভাবেই শেষ হয়। আর তারপরই শোনা যায় পড়ে যাওয়ার শব্দ। ছাদের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় একজনকে। এভাবে সত্যি সত্যিই ‘গ্রেট ফল’ দিয়ে শুরু হয় ‘লগআউট’ সিনেমাটি। আর এমন চমকে দেওয়া সূচনা দিয়ে শুরু থেকেই দর্শককে পর্দার সঙ্গে আটকে ফেলে সিনেমাটি।্র

একনজরে
সিনেমা: ‘লগআউট’
ধরন: ড্রামা, থ্রিলার
পরিচালক: অমিত গোলানি
চিত্রনাট্যকার: বিশ্বপতি সরকার
স্ট্রিমিং প্লাটফর্ম: জি-ফাইভ
রানটাইম: ১ ঘণ্টা ৪৮ মিনিট
অভিনয়: বাবিল খান, রসিকা দুগ্গল, গন্ধর্ব দেওয়ান, নিমিশা নায়ার

সামাজিক যোগাযোগমাধ্যম, ইনফ্লুয়েন্সার, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি এখন বহুলচর্চিত বিষয়। কিছুদিন আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার খারাপ দিক নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘সিটিআরএল’ বা ‘কন্ট্রোল’ সিনেমাটি। মুক্তির পর যাঁরাই দেখেছেন, তাঁরাই ভাবতে বাধ্য হয়েছেন প্রযুক্তির খারাপ দিক নিয়ে। প্রযুক্তির কাঠপুতুল হয়েই যে আমরা দিন কাটাচ্ছি, এ সিনেমা ছিল তার প্রমাণ। এবার ‘লগআউট’ মুক্তির পর আবার নড়েচড়ে বসেছেন দর্শকেরা। এবার উন্মোচিত হলো আরেক পর্দা, সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের যাপন।

প্রত্যুষ দুয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ‘প্যাটম্যান’ নামে সে জনপ্রিয়। সাড়ে ৯ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে তার। বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে সে কাজ করে। তাই ইনফ্লুয়েন্সার হিসেবে সব সময় দর্শকের কাছে প্রাসঙ্গিক থাকাই তার একমাত্র লক্ষ্য। কীভাবে ভাইরাল কনটেন্ট বানানোর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ঘুম থেকে ওঠার পর থেকে এটাই তার একমাত্র ধ্যান–ধারণা।
এদিকে, প্রত্যুষ দুয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী একটি ভাইরাল ভিডিও আপলোড করে।

‘লগআউট’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনফ ল য় ন স র

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ