বিএনপি-আওয়ামী লীগ এ দেশে সুশাসন দিতে পারেনি: মজিবুর রহমান
Published: 26th, April 2025 GMT
গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ ও বিভিন্ন ইসলামি দল এবং সব রাজনৈতিক পক্ষের ঐকমত্য জরুরি। ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিস্টদের বিচার, রাষ্ট্র সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং একটি অবাধ–সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ শনিবার রাতে ফেনীর একটি রেস্তোরাঁয় গণ-অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা, প্রেক্ষাপট ও সংস্কারবিষয়ক এক নাগরিক সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এবি পাটির চেয়ারম্যান বলেন, বিএনপি-আওয়ামী লীগ এ দেশে সুশাসন দিতে পারেনি। একদল শেখ মুজিব আর আরেক দল জিয়াউর রহমান নিয়ে পড়ে আছে। এ দেশে মডেল মসজিদ নির্মাণেও দুর্নীতি হয়েছে। দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে, লুটপাট হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করলে এ দেশে সুশাসন ফিরে আসবে।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে, যারা জনগণের অধিকার কেড়ে নেয়, জনগণ ঐক্যবদ্ধ হলে তারা একসময় পালিয়ে যেতে বাধ্য হয়। আজ ফেনীসহ দেশের প্রায় সব জেলার আওয়ামী লীগের বড় নেতারা আত্মগোপনে চলে গেছেন। পাড়ায়–মহল্লায় আওয়ামী লীগের যেসব নেতা আছেন, তাঁদের মাথা নিচু হয়ে আছে অথচ কিছুদিন আগেও তাঁদের দাপটে মানুষ কথা বলতে পারেনি।
মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন, আওয়ামী লীগ বারবার ভুল করে এবং ক্ষমা চায়, কিন্তু সুযোগ পেলেই তারা আবার বাকশাল ও ফ্যাসিবাদ কায়েম করে। এ জন্য আওয়ামী লীগের বিচার দ্রুত করতে হবে।
ফেনীতে বিএনপি-জামায়াত, হেফাজত, এবি পার্টিসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে মঞ্জু বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই ন্যায়সংগত বিচার ও খুনি লুটেরাদের শাস্তি।’
সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বিভেদ খুবই দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশের স্বার্থে অধ্যপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলের ঐকমত্য জরুরি।
ফেনী প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও চীনের অর্থায়নে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার জোর দাবি জানাই আমরা। দলমত–নির্বিশেষে এটা ফেনীর জনগণের প্রাণের দাবি। বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণ করতে হবে। ফেনী ও চট্টগ্রামের মিরসরাই সীমান্ত অংশ নিয়ে একটি ক্যান্টনমেন্ট স্থাপন প্রয়োজন। ফেনীর এ দাবি পূরণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি সংসদীয় আসন থেকে এবি পার্টি অংশগ্রহণ করবে।’
ফেনী জেলা এবি পার্টির সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আহসান উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে.
এর আগে বিকেলে ফেনী শহরের মিজান রোডে দলের নতুন কার্যালয় উদ্বোধন ও দলের নেতা-কর্মীদের নিয়ে এক রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মজিবুর রহমান মঞ্জু প্রধান অতিথির বক্তব্য দেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক ঐকমত য ব এনপ
এছাড়াও পড়ুন:
ঝড়-বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস
চলতি সপ্তাহের পুরোটা জুড়েই ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই বার্তা দিয়ে সোমবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরো পড়ুন:
বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগানের
ফেনীতে কালবৈশাখী-শিলাবৃষ্টি, ফসলের ক্ষতি
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে রাত ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঢাকা/হাসান/রাসেল