Risingbd:
2025-11-02@21:16:56 GMT

মৌসুমী ইকবালের ‘বাউরা ছোঁড়া’

Published: 27th, April 2025 GMT

মৌসুমী ইকবালের ‘বাউরা ছোঁড়া’

সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠার সুবাদে শৈশব থেকেই সংগীতের সঙ্গে নিবিড় সম্পর্ক মৌসুমী ইকবালের। ছোটবেলা থেকেই গানের প্রতি তার ভালোবাসা।

সংগীতের প্রতি প্রেমকে পুঁজি করে গানে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে মৌসুমী ইকবাল শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। নিয়মিত গান করে চলেছেন এই গায়িকা। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে তার নতুন গান।

ফোক ঘরানার ‘বাউরা ছোঁড়া’ গানটির কথা ও সুর করেছেন আনোয়ারুল আবেদীন, সংগীতায়োজন করেছেন জিকো। গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।

আরো পড়ুন:

পাকিস্তানের ‘একতরফা’ শরণার্থীদের বহিষ্কারের নিন্দা আফগান প্রধানমন্ত্রীর

শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়: জেমস

নতুন এ গান নিয়ে মৌসুমী বলেন, “ফোক গানের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা আছে। সে কারণে ফোক ধাঁচের গান একটু বেশি করি। ‘বাউরা ছোঁড়া’ গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। সামনে আরো কিছু নতুন গানের পরিকল্পনা চলছে।”

শুধু অ্যালবাম বা সিঙ্গেল গানেই নয়, মৌসুমী ইতোমধ্যে নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন। তবে এখনো সিনেমার প্লেব্যাকে তার যাত্রা শুরু হয়নি। ভবিষ্যতে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিতে চান বলে জানান মৌসুমী।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ