Prothomalo:
2025-05-01@07:55:29 GMT

ঢাকায় ‘নৃত্যসুধা’

Published: 27th, April 2025 GMT

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নৃত্যসুধা’। নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের আয়োজনে সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে হবে এই অনুষ্ঠান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র জানিয়েছে, অনুষ্ঠানে দেশি-বিদেশি নানা রকম নৃত্য পরিবেশন করবেন খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।

অনুষ্ঠান পরিকল্পনায় রয়েছেন নৃত্যশিল্পী তামান্না রহমান। নৃত্য পরিবেশনায় অংশ নেবেন বেলায়েত হোসেন খান ও তাঁর দল, মুনমুন আহমেদ ও তাঁর দল, কবিরুল ইসলাম রতন ও তাঁর দল, প্রমা অবন্তী ও তাঁর দল, তামান্না রহমান ও তাঁর দল এবং ইয়্যাং হুই ও তাঁর দল।

‘নৃত্যসুধা’র ৫ম পর্বের এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্যের নানা ধারা—মনিপুরী, ওড়িশী, ভরতনাট্যম ও কথক নৃত্যের পরিবেশনা রয়েছে। পাশাপাশি বিদেশি যন্ত্রসংগীতে দেশীয় নৃত্যের বিশেষ কম্পোজিশন পরিবেশন করবেন শিল্পীরা।

দর্শকরা আরও দেখতে পারবেন কোরিয়ার পাখা নৃত্য, জার্মানির লোকনৃত্য, জাপানিজ নৃত্য, হাওয়াইয়ের হুলা নৃত্য ও নেপালের ঐতিহ্যবাহী নৃত্য।

অনুষ্ঠানে থাকবে ইয়্যাং হুই–এর পরিচালনায় চীনা ঐতিহ্যবাহী ও সমকালীন নৃত্য পরিবেশনা। মহিলা সমিতিতে অনুষ্ঠানের আগে টিকিট সংগ্রহ করা যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ