নোয়াখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীর লাশ, হত্যার অভিযোগ পরিবারের
Published: 30th, April 2025 GMT
নোয়াখালীতে জোবায়ের ইবনে জিদান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তানজিরুল কোরআন সোবহানিয়া মাদ্রাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের মা সাবরিনা খাতুন ঝুমার অভিযোগ, মাদ্রাসার শিক্ষকরা তাকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে।
জোবায়ের সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্য চর উরিয়া গ্রামের ওমান প্রবাসী আমিরুল ইসলাম সোহেলের ছেলে। সে তানজিরুল কোরআন সোবহানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
জোবায়েরের চাচা আমিনুল ইসলাম শামীম বলেন, ‘বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদ্রাসার পরিচালক ফোন করে জানান, জোবায়ের দুর্ঘটনায় আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক মাদ্রাসায় গিয়ে আমরা কাউকে পাইনি। পরে আবার ফোন করে পরিচালক বলেন– নোয়াখালী জেনারেল হাসপাতালে যান। জোবায়ের গলায় ফাঁস দিয়েছে। আমরা দ্রুত হাসপাতালে গিয়ে জানতে পারি জোবায়েরের মরদেহ মর্গে রাখা আছে।’
শামীম অভিযোগ করে বলেন, ‘আমার ভাতিজাকে মাদ্রাসার শিক্ষকরা নির্যাতন করে হত্যা করে দ্রুত লাশ ঘরে রাখে। এরপর ফাঁসির নাটক সাজায়। তারা আমার ভাতিজাকে এর আগেও নির্যাতন করেছে শিক্ষকরা।’
অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার পরিচালক আফজাল হোসাইন বলেন, ‘ওই ছাত্র বিকেলের দিকে মাদ্রাসার শৌচাগারে ঢোকে। তখন আরও দুই ছাত্র শৌচাগারে ঢোকার অপেক্ষায় ছিল। সেখানে জোবায়ের পায়জামার সঙ্গে থাকা নেয়ার (রশি) দিয়ে গলায় ফাঁস দেয়। তখন ওই ছাত্ররা ধাক্কাধাক্কি করলে শৌচাগারের দরজা খুলে যায়। পরে তারা জোবায়েরের মরদেহ দেখে আমাদের জানায়।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো.
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ল শ উদ ধ র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫