নোয়াখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীর লাশ, হত্যার অভিযোগ পরিবারের
Published: 30th, April 2025 GMT
নোয়াখালীতে জোবায়ের ইবনে জিদান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তানজিরুল কোরআন সোবহানিয়া মাদ্রাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের মা সাবরিনা খাতুন ঝুমার অভিযোগ, মাদ্রাসার শিক্ষকরা তাকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে।
জোবায়ের সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্য চর উরিয়া গ্রামের ওমান প্রবাসী আমিরুল ইসলাম সোহেলের ছেলে। সে তানজিরুল কোরআন সোবহানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
জোবায়েরের চাচা আমিনুল ইসলাম শামীম বলেন, ‘বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদ্রাসার পরিচালক ফোন করে জানান, জোবায়ের দুর্ঘটনায় আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক মাদ্রাসায় গিয়ে আমরা কাউকে পাইনি। পরে আবার ফোন করে পরিচালক বলেন– নোয়াখালী জেনারেল হাসপাতালে যান। জোবায়ের গলায় ফাঁস দিয়েছে। আমরা দ্রুত হাসপাতালে গিয়ে জানতে পারি জোবায়েরের মরদেহ মর্গে রাখা আছে।’
শামীম অভিযোগ করে বলেন, ‘আমার ভাতিজাকে মাদ্রাসার শিক্ষকরা নির্যাতন করে হত্যা করে দ্রুত লাশ ঘরে রাখে। এরপর ফাঁসির নাটক সাজায়। তারা আমার ভাতিজাকে এর আগেও নির্যাতন করেছে শিক্ষকরা।’
অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার পরিচালক আফজাল হোসাইন বলেন, ‘ওই ছাত্র বিকেলের দিকে মাদ্রাসার শৌচাগারে ঢোকে। তখন আরও দুই ছাত্র শৌচাগারে ঢোকার অপেক্ষায় ছিল। সেখানে জোবায়ের পায়জামার সঙ্গে থাকা নেয়ার (রশি) দিয়ে গলায় ফাঁস দেয়। তখন ওই ছাত্ররা ধাক্কাধাক্কি করলে শৌচাগারের দরজা খুলে যায়। পরে তারা জোবায়েরের মরদেহ দেখে আমাদের জানায়।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো.
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ল শ উদ ধ র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন