ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে মার্কিন অর্থনীতি সংকুচিত হয়েছে। বুধবার মার্কিন বাণিজ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।

মার্কিন অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ পরিমাপক মোট দেশজ উৎপাদন (জিডিপি) বছরের প্রথম প্রান্তিকে শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে, যা ২০২৪ সালের শেষ প্রান্তিকে ২ দশমিক ৪ শতাংশ ছিল। ২০২২ সালের শুরুর পর থেকে এই প্রথম সংকোচন মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত মন্দার দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

ভোক্তা মনোভাবের বিশাল পতনের মধ্যে কার্যকলাপের এই পতন ঘটেছে। এপ্রিল মাসে ভোক্তা সেন্টিমেন্ট বা মনোভাব ৩২ শতাংশ কমেছে। ১৯৯০ সালের মন্দার পর এটি সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতায় আসার প্রথম চার মাসের মধ্যে আক্রমণাত্মক বাণিজ্য কৌশল চালু করার চেষ্টা করেছিলেন। তার প্রথম প্রান্তিকের বেশিরভাগ সময় কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ এবং চীনকে তাদের রপ্তানির উপর উচ্চতর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং তা সাময়িক সময়ের জন্য বাস্তবায়ন করেছেন। চীনের ওপর তিনি ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এছাড়া বিভিন্ন দেশের ওপর উচ্চমাত্রায় শুল্ক আরোপ করেছেন। পরে অবশ্য ৯০ দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত করেছেন। তবে এখনো ভিত্তি শুল্ক হিসেবে সবদেশকে এখনো ১০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে।

ট্রাম্প দাবি করেছিলেন, বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করবে। তবে আন্তর্জাতিক অর্থ তহবিল জানিয়েছে, চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রে মন্দার বড় কারণ হচ্ছে এই শুল্ক আরোপ।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর প র প রথম কর ছ ন

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তপশিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তপশিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৩১ জুলাই। 

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ