পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত
Published: 2nd, May 2025 GMT
পাকিস্তানের বিরুদ্ধে ডিজিটাল পদক্ষেপ নিলো ভারত। সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতে কেউ ওই চ্যানেল খুললে দেখা যাবে একটি নোটিস। তাতে লেখা রয়েছে, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখানকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখতে পাওয়া যাবে না।”
কয়েক দিন আগেই ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছিল ভারত। এই চ্যানেলগুলোতে পহেলগাম কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছে বলে দাবি দিল্লির। এমনকি ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ করা হয় ওই চ্যানেলগুলোর বিরুদ্ধে। ওই ইউটিউব চ্যানেলগুলো নিষিদ্ধ করার আবেদন জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৬টি চ্যানেলের তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও এগুলোর মধ্যে ছিল।
শেহবাজের ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করার কোনো কারণ আনুষ্ঠানিক ভাবে জানায়নি নয়াদিল্লি।
১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করার পাশাপাশি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও পহেলগাম কাণ্ড নিয়ে একটি প্রতিবেদনের জন্য সতর্ক করে দিয়েছে ভারত। বিবিসির ওই প্রতিবেদনের শিরোনাম ছিল ‘কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে।’ ভারতের দাবি, এই প্রতিবেদনে হামলাকারীদের জঙ্গি হিসেবে উল্লেখ করা হয়নি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টিকটকে যুক্ত হলো ফুটনোটস, যে সুবিধা পাওয়া যাবে
ছোট আকারের ভিডিও দেখার সুযোগ থাকায় নিয়মিত দীর্ঘ সময় একটানা টিকটক অ্যাপ ব্যবহার করেন অনেকে। তবে টিকটকে থাকা সব ভিডিও সবার জন্য উপযোগী নয়। কেউ আবার ভিডিও দেখার পরও বিষয়বস্তু সঠিকভাবে বুঝতে পারেন না। এ সমস্যা সমাধানে ভিডিওর প্রাসঙ্গিক তথ্য ও পটভূমি বার্তা আকারে প্রদর্শনের জন্য ‘ফুটনোটস’–এর সুবিধা চালু করেছে টিকটক। কমিউনিটিভিত্তিক নতুন এ সুবিধা চালুর ফলে টিকটকে থাকা বিভিন্ন ভিডিওর সঙ্গে তথ্যনির্ভর নোট যুক্ত করতে পারবেন ‘ফুটনোটস কন্ট্রিবিউটর’ হিসেবে নির্বাচিত ব্যক্তিরা।
টিকটক জানিয়েছে, যখন একাধিক ফুটনোটস কন্ট্রিবিউটর ভিডিওর সঙ্গে থাকা কোনো ফুটনোটকে সহায়ক বলে মূল্যায়ন করবেন, তখন সেটি ভিডিওর সঙ্গে দৃশ্যমান হবে। এতে দর্শকেরা সহজেই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা নতুন সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
গত এপ্রিলে ফুটনোটসের সুবিধার পরীক্ষামূলক সংস্করণ চালু করে টিকটক। এরই মধ্যে প্রায় ৮০ হাজার টিকটক ব্যবহারকারীকে ফুটনোটস কন্ট্রিবিউটর হিসেবে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এখন ভিডিওর জন্য তথ্যসমৃদ্ধ নোট লিখতে পারবেন এবং অন্যদের লেখা নোট যাচাই করে রেটিং দিতে পারবেন।
টিকটকের ফুটনোটসের সুবিধা অনেকটা খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ব্যবস্থার মতো। সেখানেও ব্যবহারকারীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে ভিডিও বা পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য যোগ করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস প্ল্যাটফর্মেও মেটা সম্প্রতি একই রকম সুবিধা চালু করেছে। ইউটিউবেও একই ধরনের একটি কমিউনিটিনির্ভর তথ্য যাচাইয়ের সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
সূত্র: দ্য ভার্জ