বরিশাল সিটি করপোরেশনের মেয়র চেয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের মামলা খারিজ (বাতিল) করেছেন ট্রাইবুনাল। আজ সোমবার দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইবুনালের বিচারক হাসিবুল হাসান এ রায় দেন। 

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে মুফতি ফয়জুল ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। আওয়ামী লীগের কর্মী ও প্রশাসন কেন্দ্র দখল করে তাকে পরাজিত করেছে- এ অভিযোগ করে গত ১৭ এপ্রিল মামলা করেন। চরমোনাই পীরের ভাই ফয়জুল ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর। 

সিটি করপোরেশ নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন আবুল খায়ের আবদুল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। 

ফয়জুলের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ নাসের জানান, ১৭ এপ্রিল মামলা করার পর ওইদিন ও ২৪ এপ্রিল শুনানি হয়েছিলো। আজ সোমবার নির্ধারিত দিনে অধিকতর শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানান। 

এক্ষেত্রে বিচারক উল্লেখ করেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইবুনালে মামলা করতে হয়। মুফতি ফয়জুল মামলা করেছেন ৪৪৫ দিন পর। 

অ্যাডভোকেট নাসের বলেন, আমরা তামাদি আইনে মামলাটি করেছিলাম। বরিশাল ট্রাইবুনালের রায়ে আমরা সন্তুষ্ট নই। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল কররো। 

এদিকে মামলার নির্ধারিত দিন হওয়ায় শত শত পীর অনুসারী আজ সোমবার আদালত প্রাঙ্গণে হাজির হয়েছিলেন। আগের দুটি ধার্য তারিখে তারা আদালত চত্বরে বিক্ষোভের নামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সমালোচিত হন। গত শনিবার মুফতি ফয়জুল বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিক্ষোভ না করার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান। যে কারণে রায়ে অসন্তুষ্ট হলেও পীরের অনুসারীরা আদালতপাড়ায় দৃশ্যমান বিরূপ প্রতিক্রিয়া দেখাননি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল হয় ছ ল বর শ ল ফয়জ ল

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে ট্রাকচাপায় ওষুধ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪০) নামের এক ওষুধ ব্যবসয়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উলিপুর পৌর শহরের কাজীর চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আতিকুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে। তিনি উলিপু‌রের বি‌ভিন্ন বাজা‌রে পাইকা‌রি ওষুধ সরবরাহ কর‌তেন।

আরো পড়ুন:

চাঁদপুরে পিকআপ চাপায় ২ বন্ধু নিহত

এবার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, শিশু নিহত

বৃহস্পতিবার রাত ৮টার দি‌কে উলিপুর পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন আতিকুর রহমান। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যান তি‌নি। গুরুতর আহত অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে চি‌কিৎসক রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার ক‌রেন। রাত সা‌ড়ে ১১টার দি‌কে মারা যান তি‌নি।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানিয়েছেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ঢাকা/বাদশাহ্/রফিক

সম্পর্কিত নিবন্ধ