রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাসের মিটার বিস্ফোরণে দগ্ধ দুই প্রহরীর মৃত্যু
Published: 5th, May 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে তিতাস গ্যাসের মিটার বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ চার প্রহরীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ও আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল হান্নান (৫০) এবং রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার কবির হোসেন (৪৫)। তাঁরা রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলসের প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আবদুল হান্নানের শরীরের ৪০ শতাংশ ও কবির হোসেনের শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধ চারজনকে গত বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিনই ছেড়ে দেওয়া হয়। আর গুরুতর দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে অবস্থার অবনতি হলে আবদুল হান্নানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া আইসিইউতে থাকা অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে কবির হোসেনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় দগ্ধ সাইফুল ইসলাম (৩২) এখনো চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হলেও এখন অবস্থা উন্নতির দিকে।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার আশরাফিয়া টেক্সটাইল মিলসে (মঞ্জু টেক্সটাইল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ১ মে শ্রমিক দিবসে রূপগঞ্জের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। ফলে তিতাস গ্যাসের সরবরাহ লাইনে গ্যাসের উচ্চ চাপ সৃষ্টি হয়ে টেক্সটাইল মিলটির গ্যাসের মিটার বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হন প্রতিষ্ঠানটির চার নিরাপত্তাপ্রহরী।
ওই দুর্ঘটনায় আজ দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। তিনি বলেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র র পগঞ জ প রহর আবদ ল র ঘটন অবস থ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি
সোনারগাঁয়ে পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে-গাছে মাটির হাঁড়ি’ স্থাপন করে বাসা তৈরির মাধ্যমে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে যৌথভাবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন।
‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার (০৪ আগষ্ট) দুপুরে সোনারগাঁ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন(সোনারগাঁ জাদুঘর) এর ভিতরে বিভিন্ন প্রজাতির গাছে শতাধিক মাটির হাঁড়ি স্থাপন করা হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক(উপসচিব) কাজী মাহবুবুর আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক এ কে আজাদ সরকার,মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান।
কাজী মাহবুবুর আলম বলেন,পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ ঘর ও বসবাস নিশ্চিত করা সবার কর্তব্যের মধ্যে পড়ে। পাখিরা প্রকৃতির অপরিহার্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করে থাকে।
তিনি আরও জানান, পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এসব মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে। এ উদ্যোগ ধীরে ধীরে উপজেলায় ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন, বাংলাদেশ তথ্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মো. শামীম হোসেন ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, বিজয় টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দ্বীন ইসলাম অনিক, এনটিভির অনলাইন প্রতিনিধি কামরুল হাসান,জাতীয় নাগরিক পার্টির সোনারগাঁয়ের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার পনির,নয়া শতাব্দী পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফয়সাল আহমেদ,পরিবেশকর্মী আল আমিন, সিফাত সহ প্রমুখ।