নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে তিতাস গ্যাসের মিটার বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ চার প্রহরীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ও আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল হান্নান (৫০) এবং রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার কবির হোসেন (৪৫)। তাঁরা রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলসের প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আবদুল হান্নানের শরীরের ৪০ শতাংশ ও কবির হোসেনের শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধ চারজনকে গত বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিনই ছেড়ে দেওয়া হয়। আর গুরুতর দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে অবস্থার অবনতি হলে আবদুল হান্নানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া আইসিইউতে থাকা অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে কবির হোসেনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় দগ্ধ সাইফুল ইসলাম (৩২) এখনো চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হলেও এখন অবস্থা উন্নতির দিকে।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার আশরাফিয়া টেক্সটাইল মিলসে (মঞ্জু টেক্সটাইল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ১ মে শ্রমিক দিবসে রূপগঞ্জের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। ফলে তিতাস গ্যাসের সরবরাহ লাইনে গ্যাসের উচ্চ চাপ সৃষ্টি হয়ে টেক্সটাইল মিলটির গ্যাসের মিটার বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হন প্রতিষ্ঠানটির চার নিরাপত্তাপ্রহরী।

ওই দুর্ঘটনায় আজ দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। তিনি বলেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র র পগঞ জ প রহর আবদ ল র ঘটন অবস থ

এছাড়াও পড়ুন:

ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশের আজকে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটা অনেকটা এই ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতোই এই ফ্যাসিবাদকে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীসহ সবাই সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয়তাবাদী দল।

‎ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পূর্বে বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। ‎‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেল চারটায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে থেকে এই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা - নারায়ণগঞ্জ লিংক প্রদক্ষিণ  করেন।

‎তিনি আরও বলেন, আর সেই লক্ষ্যে  আগামীতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। 

আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক। আমরা দীর্ঘ ১৭টি বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই সংগ্রামের ফল বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • জেলা জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জেও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা : রফিউর রাব্বি
  • কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ
  • খানপুর চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২'র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
  • সিদ্ধিরগঞ্জে র‌্যাবের পোশাকে ২৫ লাখ টাকা ছিনতাই
  • সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামানের পক্ষে বিশাল শোডাউন
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামান মাসুদের তাক লাগানো শোডাউন
  • না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর
  • ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব