কার পোশাকে মেট গালা মাতাবেন শাহরুখ খান
Published: 5th, May 2025 GMT
মাসখানেক আগে থেকেই একটা গুঞ্জন ছিল, এবারের মেট গালায় দেখা যেতে পারে বলিউডের সবচেয়ে বড় তারকাকে। মূলত গুঞ্জনটা ছড়িয়েছিল শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির কাছ থেকে। শাহরুখ খান মেট গালায় যাচ্ছেন, ইনস্টাগ্রামে এমন এক পোস্টে লাইক দেন তিনি। সেখান থেকে ছড়িয়ে পড়ে গুঞ্জন। সে গুঞ্জনে ঘি ঢালেন প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে স্টোরি দেন কিং খানের নামে। মেট গালার আগে সব জায়গায় যখন গুঞ্জন, তখন এমন স্টোরি থেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেওয়া সম্ভব সহজেই।
মেট গালায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন কিং খান। গতকাল বিমানবন্দরে তাঁকে দেখা যায় ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে। মূলত পোশাক ট্রায়াল দেওয়ার জন্য আগেভাগে নিউইয়র্ক পৌঁছেছেন তিনি।
শাহরুখ খানের মেট গালায় অভিষেক ভিন্ন মাত্রা যোগ করেছে পুরো আয়োজনে। এবারই প্রথম বলিউডের কোনো অভিনেতা অংশ নিচ্ছেন মেট গালায়। ২০১৭ সালে বলিউডের অভিষেক হয় মেট গালায়। সেবার আসর মাতিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকে মেট গালার প্রায় নিয়মিত মুখ তাঁরা। দীপিকাকে দেখা গেছে মোট তিনবার, প্রিয়াঙ্কাকে চারবার। ২০২৩ সালে মেটের মঞ্চে অভিষেক ঘটে আলিয়া ভাটের। পরপর দুই আসরে আমন্ত্রিত ছিলেন তিনি।
আরও পড়ুনমেট গালায় ভারতের হয়ে সব্যসাচীর ইতিহাস০৮ মে ২০২৪বলিউডের বাইরেও বেশ কয়েকজন ভারতীয়কে দেখা গেছে মেট গালায়। এর মধ্যে আছে ইশা আম্বানি, নাতাশা পুনাওয়ালা, দিয়া মেহতা ও সুধা রেড্ডি। তবে এত দিন শুধু ভারতীয় নারীদের দেখা গেছে মেট গালায়। এবার সে তালিকায় যুক্ত হচ্ছেন একজন পুরুষও। আর সেটা শুরু হচ্ছে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকা শাহরুখকে দিয়ে। আর তিনি যে পোশাক পরবেন, তার ডিজাইন করেছেন ভারতীয় বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
শাহরুখ খান অবশ্য একা যাচ্ছেন না। মেট গালায় তাঁর সঙ্গে অভিষেক হতে চলেছে আরও দুই বলিউড তারকার। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে দেখা যাবে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে। গত ফেব্রুয়ারি মাসে মা হওয়ার খবর প্রকাশ করেন তিনি। এর পর থেকে মিডিয়ায় খুব একটা দেখা যায়নি তাঁকে। প্রথমবার অনাগত সন্তানকে নিয়ে লালগালিচায় হাঁটবেন কিয়ারা। তাঁর পরনে থাকবে গৌরব গুপ্তর ডিজাইন করা বিশেষ পোশাক।
পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের অভিষেক হচ্ছে এবারের মেট গালায়। ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন সে কথা। তবে কোন ডিজাইনারের পোশাকে দেখা যাবে তাঁকে, তা এখনো নিশ্চিত হয়নি। এ ছাড়া মেট গালার নিয়মিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া, নাতাশা পুনাওয়ালা ও ইশা আম্বানিকে দেখা যাবে এবারও।
সূত্র: ভোগ ইন্ডিয়া
আরও পড়ুনমেট গালায় কেন পেঁয়াজ-রসুন নিষিদ্ধ, কেন স্বামী-স্ত্রী একসঙ্গে বসতে পারেন না ৫১ মিনিট আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিশু যৌন নিপীড়ক ও নারী পাচারকারী এপস্টেইনের বাড়িতে এবার পাওয়া গেল সৌদি যুবরাজের ছবি
কুখ্যাত শিশু যৌন নিপীড়ক ও নারী পাচারকারী যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফরি এপস্টেইনের নিউইয়র্ক নগরের বাড়িতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি ছবি পাওয়া গেছে। এই ছবি নিয়ে অনলাইনে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।
গত মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন ওই ঝড় উসকে দিয়েছে। প্রতিবেদনে নিউইয়র্ক নগরে জেফরি এপস্টেইনের প্রাসাদতুল্য বাসভবনের ভেতরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ফ্রেম করা ছবি পাওয়া যাওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনটিতে প্রয়াত এপস্টেইনের ম্যানহাটানের সাততলা বাড়ির ভেতরের বিবরণ তুলে ধরা হয়।
শিশুদের যৌন নিপীড়ন করার অভিযোগে হওয়া মামলায় ২০১৯ সালে গ্রেপ্তার হয়েছিলেন এপস্টেইন। তাঁর বিচারকাজ শুরুর প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে নিউইয়র্কের একটি কারাগার থেকে এপস্টেইনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এপস্টেইন আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে, এ নিয়ে বিতর্ক হয়েছিল। পরে বিচার বিভাগ থেকে বলা হয়েছে, এপস্টেইন আত্মহত্যা করেছেন।
এক শিশুকে যৌনকর্মের জন্য পাচার করার অভিযোগে হওয়া একটি মামলায় ২০০৮ সালের দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন। কিন্তু বিতর্কিত একটি সাজা হ্রাস আইনের অধীনে তাঁকে মাত্র ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।এপস্টেইনের বাড়ির ভেতরের যে বিবরণ দেওয়া হয়েছে তাতে দেখা যায়, তাঁর শয়নকক্ষ ও সংলগ্ন কক্ষে বসানো রয়েছে নজরদারি ক্যামেরা। বাড়ির ভেতরে রয়েছে স্টাফ করা প্রাণীর দেহ, উসকানিমূলক শিল্পকর্ম ও ভাস্কর্য।
ভবনের ভেতরে সৌদি যুবরাজের ছবি থাকার কথা প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।
যদিও অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এতে মোটেও অবাক হননি বলে মন্তব্য করেছেন। একজন তাঁর মন্তব্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আরেকটি ছবির প্রসঙ্গ টানেন, যে ছবিতে জর্জ আরেফ নাদেরের সঙ্গে সৌদি যুবরাজকে দেখা যায়।
জেফরি এপস্টেইনের বাড়িতে সাজিয়ে রাখা ছবিতে তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়াকে দেখা যাচ্ছে