জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউসিজি কর্তৃক বাজেট বৈষম্যের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বৃদ্ধিসহ চার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহিদ রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় "বৈষম্যের গদিতে, আগুন জ্বালো একসাথে"; "জবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন"; "জবি নিয়ে বৈষম্য, মানি না মানবো না"; "বৈষম্যের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও" এসব স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো-
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড.

হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ২০ হাজার শিক্ষার্থীর আবাসন সংকট, ক্লাসরুমের সংকট। যা শিক্ষার মানোন্নয়নে ব্যাপক প্রভাব ফেলে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকেই বাৎসরিক বাজেটে বৈষম্যের শিকার হয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় যদি চলে বিশ্ববিদ্যালয়ের মতো চলুক, অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাক।

পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে।

ইউজিসি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ইউজিসি চেয়ারম্যান পদে বসতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ রয়েছে। সুতরাং বৈষম্য বন্ধ করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসহ চার দাবি মেনে নিন।

এসময় বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে শিক্ষার্থীরা আগামীকাল ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরে ৭২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক  

বন্দরে ৭২ কেজি গাঁজা সহ মো. ইমরান (৩৪) ও মো. আসাদুল্লাহ (১৯) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব- ১১। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃত মো. ইমরান পঞ্চগড়ের আটোয়ারীর মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। মো.  আসাদুল্লাহ নরসিংদীর রায়পুরার চরমধুয়া এলাকার আহসানুল্লাহর ছেলে। 

মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর কোম্পানি কমান্ডার মো. সোহেল আহমেদ এ তথ্য জানান। এরআগে সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেলার বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজাসহ তাদের আটক করা হয়। 

র‌্যাব জানায়, আটককৃত মো. ইমরান ও মো. আসাদুল্লাহ পরস্পর যোগসাজশে আইন-শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে একটি বিশেষ কৌশলে কুমিল্লা জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা জব্দকৃত প্রাইভেটকারে করে আনয়ন করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল। 

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও তাদের চোখ ফাঁকি দিতে তারা নানাবিধ কালা-কৌশল অবলম্বন করে।  তাদের মধ্যে মো. ইমরান উক্ত প্রাইভেটকারের চালক এবং মো. আসাদুল্লাহ ওই প্রাইভেটকারের যাত্রীবেশে ছিলেন। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের বরাদ্দ ২,৯৫৬ কোটি টাকা
  • সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনী প্রজেক্টের মালামাল চুরিতে বাঁধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত
  • আগস্টের পাঁচ দিনে রেমিট্যান্স এল ৪ হাজার কোটি টাকা
  • ঢাকা দক্ষিণে ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা
  • ২ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিজয় র‍্যালিতে শাহ আলম মানিকের শোডাউন
  • জেলা বিএনপির বিজয় র‍্যালিতে শাহ আলম মানিকের শোডাউন
  • কিশোরগঞ্জে আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু, অসুস্থ ৩
  • বন্দরে ৭২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক  
  • জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ২৫%