আশরাফুল বললেন, ‘এক ম্যাচই তো অনেক, আমাকে একটা সিরিজ দিয়েছে’
Published: 6th, November 2025 GMT
বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার পর আজই প্রথম মিরপুরের বিসিবি কার্যালয়ে এসেছিলেন মোহাম্মদ আশরাফুল। তাঁকে ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল সংবাদকর্মীদের।
ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব দিয়েছে বিসিবি। প্রথম টেস্ট সামনে রেখে আগামীকাল দলের সঙ্গে তিনি সিলেটে যাচ্ছেন। এর আগে নতুন দায়িত্ব নিয়ে নিজের ভাবনার কথা সাংবাদিকদের জানিয়ে গেছেন।
যেকোনো কোচের জন্যই এক সিরিজ নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। আশরাফুলকে সেই চ্যালেঞ্জটাই নিতে হচ্ছে।
মিরপুর শেরেবাংলায় আজ সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন মোহাম্মদ আশরাফুল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আশর ফ ল
এছাড়াও পড়ুন:
বন্দরে গাঁজাসহ মাদক বিক্রেতা মঞ্জু গ্রেপ্তার
বন্দরে ২০০ গ্রাম গাঁজাসহ মঞ্জু মিয়া (৬১) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত গাঁজা বিক্রেতা মঞ্জু মিয়া বন্দর থানার ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৮(১১)২৫।
ধৃতকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টায় উল্লেখিত এলাকার ধৃত মাদক ব্যবসায়ী বসত বাড়িতে অ়ভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ী মঞ্জু দীর্ঘ দিন ধরে দেউলী চৌরাপাড়া এলাকায় বিনা বাধায় অবাধে মাদক বিক্রি করে আসছিল।