পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরায়েলের উদ্যোগ শান্তিচুক্তির জন্য হুমকি: যুক্তরাষ্ট্র
Published: 23rd, October 2025 GMT
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইসরায়েলের পার্লামেন্ট যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে (পশ্চিম তীর) যে নৃশংসতা চালাচ্ছেন, তা গাজা শান্তিচুক্তির জন্য হুমকি তৈরি করেছে।
ইসরায়েলি আইনপ্রণেতারা গত মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরকে (ইসরায়েলের সঙ্গে) সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণসংক্রান্ত দুটি বিল সামনে এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে বিলটি ২৫-২৪ ভোটে পাস হয়।
আরও পড়ুনপশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল, ‘নতুন নাকবা’র ছায়া দেখছেন ফিলিস্তিনিরা১৬ অক্টোবর ২০২৫গাজায় ইসরায়েলের দুই বছরের যুদ্ধ শেষ করার লক্ষ্যে মাত্র এক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন।
ইসরায়েলি হামলার মুখে শরণার্থীশিবির ছেড়ে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের জেনিনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল র
এছাড়াও পড়ুন:
১৭ বছরে এই প্রথম কোহলির এমন অস্বস্তিকর রেকর্ড
বিরাট কোহলির ব্যাটিং যেন হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে আজ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের তারকা ব্যাটার ফের শূন্য রানে সাজঘরে ফিরলেন। আর তাতেই ১৭ বছর পর এমন এক রেকর্ড গড়লেন, যা তিনি নিশ্চয়ই চাননি!
এর আগের ম্যাচে, পার্থে প্রথম ওয়ানডেতেও কোনো রান না করেই আউট হয়েছিলেন কোহলি। ফলে টানা দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন তিনি। যা তার ১৭ বছরের পুরো ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম। ২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এত লম্বা সময়ে কখনোই এমনটা হয়নি।
আরো পড়ুন:
অভিষেকেই ইতিহাস: ৯২ বছরের রেকর্ড ভাঙলেন আসিফ আফ্রিদি
ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড, প্রথমবার ৫০ ওভার করলেন স্পিনাররা
অ্যাডিলেডে ভারতের ইনিংসের সপ্তম ওভারে ব্যাট করতে নামেন কোহলি। প্রথম তিন বল সাবধানীভাবে খেললেও চতুর্থ বলটি ভেতরে ঢুকে গিয়ে সরাসরি তার প্যাডে লাগে। আম্পায়ারের আঙুল উঠতে দেরি হয়নি। আর কোহলি রিভিউ নেওয়ার কথাও ভাবেননি। মাত্র চার বল খেলেই ফিরে যান প্যাভিলিয়নে।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে কোহলির ফেরাটা ছিল বহুল প্রতীক্ষিত। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মার সঙ্গেই তিনি ফিরেছিলেন দলে। কিন্তু এখন পর্যন্ত ছন্দ খুঁজে পাননি।
তবে অ্যাডিলেডের মাঠে কোহলির অতীত রেকর্ড কিন্তু উজ্জ্বলই ছিল। এর আগে এখানকার চার ইনিংসে করেছেন ২৪৪ রান, গড় ৬১। দুইটি সেঞ্চুরি করেছেন। একটি আবার পাকিস্তানের বিপক্ষে, ২০১৫ বিশ্বকাপে। যা ছিল ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম বিশ্বকাপ শতক।
এখন পর্যন্ত ওয়ানডেতে কোহলির শতক সংখ্যা ৫১। ঠিক যেমন শচীন টেন্ডুলকারের টেস্ট শতকও ৫১। আর একটি সেঞ্চুরি মানে তিনি এককভাবে হয়ে যাবেন যেকোনো ফরম্যাটে সবচেয়ে বেশি শতকের মালিক।
এর আগে পার্থে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া সহজেই জিতেছিল ৭ উইকেটে। সেই জয়ে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। আজ দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরে ভারত আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে। সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৬৫ রান।
ঢাকা/আমিনুল