চুল, কণ্ঠ, হাসি নিয়ে কথা শুনেও তিনি আজ সফল অভিনেত্রী, ৭৩০ কোটি টাকার মালিক
Published: 6th, November 2025 GMT
জনপ্রিয় মার্কিন অভিনেত্রী এমা স্টোনের আজ জন্মদিন। ১৯৮৮ সালের ৬ নভেম্বর এই দিনে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্ম নেওয়া এই অভিনেত্রী পা দিলেন ৩৭ বছরে। তিনি ‘লা লা ল্যান্ড’, ‘দ্য ফেবারিট’, ‘পুওর থিংস’সহ প্রতিটি চলচ্চিত্রেই আলাদা করে আলোচনার জন্ম দিয়েছেন। প্রমাণ করেছেন, অভিনয়ই শক্তি, সৌন্দর্য নয়। অভিনয় দিয়েই বিশ্বজোড়া ভালোবাসা পাওয়া এই তারকার জীবন নানা ঘটনায় ভরা।
যেভাবে শুরু
এমা স্টোনের পুরো নাম এমিলি জিন স্টোন। ছোটবেলা থেকেই তিনি মঞ্চে অভিনয় করতে ভালোবাসতেন। তখন তাঁর বয়স ছিল ৪ বছর। মাত্র ১১ বছর বয়সে একটি থিয়েটার দলে যোগ দেন। তবে পরিবার চায়নি যে এমা অভিনয় করুক। মা–বাবাকে রাজি করাতে তিনি একবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়েছিলেন। নাম দিয়েছিলেন ‘প্রজেক্ট অব হলিউড’। কী করতে চান, সেটাই নাকি তুলে ধরেছিলেন। পরে অবশ্য মঞ্চে ভালো করলে মা-বাবা আর হলিউডে অভিনয়ে বাধা দেননি। তাঁকে একসময় লস অ্যাঞ্জেলেসে পাঠিয়ে দেন। তবে পড়াশোনায় কখনোই তাঁর মনোযোগ ছিল না।
এমা স্টোন। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশিদ, তাঁর স্ত্রী ফাতেহা পারভীন ও দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, হারুন অর রশিদ ও তাঁর স্ত্রী-সন্তানের বিদেশ সফরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন। আদালত এ আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, হারুন অর রশিদের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশের ভেতরে পলাতক রয়েছেন। তাঁরা যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাঁরা পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।