আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
Published: 6th, November 2025 GMT
আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে সাদিকুর রহমান নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আড়াইহাজারের উজান গোবিন্দী এলাকার মো. মোবারক হোসেনের ছেলে সাদিকুর রহমান ওরফে সাদি (২৭)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো.
পরে রাজিয়া (৪৩) ঘুমন্ত ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদি হয়ে অজ্ঞাতপরিচয় মামলা দায়ের করে। পরে মামলার তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিটা পাওয়া যায়।
এরপর তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিচার কাজ শেষ করে আদালত এই রায় ঘোষণা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক করল পুলিশ সদর দপ্তর
সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বার্তা পেয়ে কেউ যেন প্রতারণার ফাঁদে না পড়েন—সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি কিছু প্রতারক চক্র সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। এতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানেই তা তাঁর ব্যবহৃত নম্বর—এমন ধারণা করার কোনো কারণ নেই। তাই কেউ যেন এ ধরনের মিথ্যা ও প্রতারণামূলক বার্তায় সাড়া না দেন। পুলিশ সদর দপ্তর আরও জানায়, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।