Prothomalo:
2025-10-23@09:01:37 GMT
শর্মিলা, জিনাত নন, প্রথম বিকিনিতে ঝড় তুলেছিলেন এই অভিনেত্রী
Published: 23rd, October 2025 GMT
বলিউডে শর্মিলা ঠাকুর যখন প্রথম বিকিনি পরে ম্যাগাজিন কভারে পোজ দিয়েছিলেন, তা ছিল ভারতীয় সিনেমায় এক যুগান্তকারী মুহূর্ত। ১৯৬০-৭০-এর দশকে এমন সাহসী পদক্ষেপ ছিল একেবারেই বিরল। কিন্তু অনেকে জানেন না—শর্মিলা বা জিনাত আমান, হেলেন কিংবা পারভিন ববি নন, ভারতের প্রথম অভিনেত্রী যিনি পর্দায় বিকিনি পরেছিলেন, তিনি নলিনী জয়ন্ত।
নলিনী জয়ন্ত। এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দাউদ ইব্রাহিমের প্রেমে পড়েন এই নায়িকা, এরপর...
মেহবিশ হায়াত কেবল পাকিস্তানের সিনেমা-টেলিভিশনজগতের পরিচিত মুখই নন, বরং তাঁর ব্যক্তিগত জীবনের কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বারবার। ভারতের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর নাম জড়ানোর খবর চলচ্চিত্রজগতে প্রবল আলোচনা সৃষ্টি করেছিল।
মেহবিশ হায়াত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে