তরুণদের এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর
Published: 6th, May 2025 GMT
যুব উন্নয়ন অধিদপ্তর দেশের তরুণদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স—এআই) বিষয়ে প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি জানিয়েছেন, আগামী জুন-জুলাইয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান যুব উপদেষ্টা।
তিনি বলেন, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে তরুণরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারেন, ঠিক সেভাবেই সামনে প্রশিক্ষণগুলো ডিজাইন করা হবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরো বলেন, সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি প্রতিষ্ঠানে আসে না। অধিকাংশ ক্ষেত্রে দৈনিক ভাতা সংগ্রহের জন্য প্রশিক্ষণ নিয়ে থাকে। আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব, তখন সবাই সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসবে। তখন ডেইলি অ্যালাউন্সের জন্য নয়, টাকা দিয়েও সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষ নিতে আসবে।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন— আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৬ আগস্ট ২০২৫)
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ত্রিদেশীয় যুব ওয়ানডেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট
ম্যানচেস্টার-সাউদার্ন ব্রেভ
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫