বয়স্করা প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখতে বেশি পারদর্শী: টুইঙ্কেল
Published: 8th, November 2025 GMT
বলিউডের প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চলছে তার। তবে এরই মাঝে অভিনেত্রী কাজলকে নিয়ে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শিরোনামে টক শো সঞ্চালনা করছেন এই অভিনেত্রী।
এ শোয়ের নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন ফারাহ খান ও অনন্যা পান্ডে। বিভিন্ন প্রজন্ম সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখাকে কীভাবে দেখে, তা নিয়ে মতবিনিময় হয়। বয়স্করা কী তরুণদের তুলনায় তাদের সম্পর্ক গোপন রাখতে বেশি দক্ষ? এই প্রশ্নের মধ্য দিয়ে ‘এগ্রি/ডিসএগ্রি’ (সম্মতি/অসন্মতি) সেগমেন্টে শুরু হয়।
আরো পড়ুন:
ডিভোর্সের গুঞ্জনের মাঝে হাসপাতালে মাহি
সুজান খানের মা মারা গেছেন
টুইঙ্কেল খান্না, ফারাহ খান এবং অনন্যা পান্ডে এতে ‘এগ্রি’ করেন। কিন্তু কাজল ভিন্ন মত প্রকাশ করেন। অনন্যা পান্ডে মজা করে বলেন, “আপনারা সবাই খুব ভালো পারেন।” টুইঙ্কেল যোগ করেন, “বয়স্করা অনেক বেশি পারদর্শী, তাদের অনেক অনুশীলন আছে।”
তবে কাজল একমত হননি। ‘বাজিগর’ তারকা বলেন, “আমি মনে করি, তরুণরা তাদের জীবনের সবকিছু অর্থাৎ সম্পর্কসহ সব লুকাতে অনেক বেশি পারদর্শী।” এ কথা শুনে অনন্যা পান্ডে বলেন, “সোশ্যাল মিডিয়ার কারণে এখন কিছুই গোপন থাকে না।” নির্মাতা ফারাহ খান বলেন, “তরুণরা এখন এমনকি প্রেমে না থাকলেও নিজের ব্যক্তিগত জীবন অনলাইনে পোস্ট করেন।”
এরপর প্রশ্ন রাখা হয়, আজকের প্রজন্ম কী তাদের পার্টনার পোশাকের ঘন ঘন বদলায়? এ বক্তব্যের পক্ষে ‘এগ্রি’ করেন টুইঙ্কেল খান্না। কিন্তু বাকিরা অসম্মতি জানান। টুইঙ্কেলের যুক্তি—“এটা ভালো দিক। কারণ আমাদের সময় ভাবতাম, ‘মানুষ কী বলবে? এটা করা যায় না।’ এখনকার ছেলেমেয়েরা দ্রুত পার্টনার বদলাচ্ছে, আমি মনে করি এটা ইতিবাচক।”
তবে অনন্যা পান্ডে এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন। এ অভিনেত্রী বলেন, “মানুষ সব সময়ই পার্টনার বদলাচ্ছে, আগে সেটা নীরবে হতো। অর্থাৎ বিষয়টি নতুন নয়, এখন বেশি দৃশ্যমান।” এ বিষয়ে টুইঙ্কেল খান্না বলেন, “তাদের জন্য বিষয়টি এখন সহজ, কারণ তাদের কোনো মানসিক বোঝা নেই। তারা ভাবে, ‘এটা কাজ করছে না, তাহলে এগিয়ে যাই।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘আমি এটা চাই’ বলে কীসের ইঙ্গিত দিলেন মেসি
এত দিন বিভিন্ন সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি। শতভাগ ফিট থাকার ওপর তাঁর খেলা না খেলা নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। গত মাসে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও মেসি বলেছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে থাকতে চান। একই কথাটাই এবার একটু ভিন্নভাবে বললেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টিনা দলের নতুন জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে (যেখানে অংশ নিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়, সংগীতশিল্পী বিজারর্যাপ ও আনহেল দি মারিয়া) ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার একটি তাস খেলার দৃশ্য দেখানো হয়েছে। তাসে ‘চার’ উঠতেই মেসি বলে ওঠেন,‘আমি এটা চাই।’
এই সংক্ষিপ্ত বার্তাটিকে মেসির ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জেতানোর স্বপ্নের প্রতিফলন হতে পারে মেসির এই চাওয়া।
আরও পড়ুনবছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ০৭ নভেম্বর ২০২৫৩৮ বছর বয়সী মেসি আর্জেন্টিনার বয়সভিত্তিক ও মূল দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছেন। জাতীয় দলে ২০ বছরের যাত্রায় মেসি এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন— ২০০৬ জার্মানি, ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার।
এখন মেসির চোখ ক্যারিয়ারের ৬ষ্ঠ বিশ্বকাপে। যেটি আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। তবে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে যতবারই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কখনো স্পষ্ট করে সরাসরি কিছু বলেননি। এবার বিজ্ঞাপন চিত্রে মেসির সাম্প্রতিক এই ইঙ্গিত আর্জেন্টিনার সমর্থকদের মাঝে নতুন করে উত্তেজনা জাগিয়েছে।
মন্তব্য কিংবা বিজ্ঞাপন চিত্রের ইঙ্গিত বাদ দিলেও মেসি বিশ্বকাপ খেলার পথেই এগিয়ে যাচ্ছেন। অ্যাঙ্গোলায় এ বছরের শেষ সফরটিতেও আর্জেন্টিনা দল খেলতে যাবে মেসির নেতৃত্বে। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি২৮ অক্টোবর ২০২৫এরই মধ্যে ম্যাচ সামনে রেখে দলও ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে পরখ করে নেওয়া হবে তরুণদেরও। এই সফরের জন্য তিনজন নতুন ফুটবলারকে অন্তর্ভূক্ত করেছেন স্কালোনি।