ক্ষতিপূরণ দিয়ে কৃষকের পাশে দাঁড়ান
Published: 8th, November 2025 GMT
অসময়ের বৃষ্টিতে যখন শ্রাবণের ভরা বর্ষা মনে পড়ে, তখন বুঝতে হবে প্রকৃতির রোষ কতটা অপ্রতিরোধ্য হতে পারে। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর এলাকায় ঘূর্ণিঝড় ‘মোন্থার’ প্রভাবে গত সপ্তাহে যে ভারী বর্ষণ হয়েছে, তা যেন সেখানকার কৃষকের ওপর নেমে আসা ‘বিনা মেঘে বজ্রপাত’। আগাম ভালো দামের আশায় যে আলু, শর্ষে বা পেঁয়াজের বীজ কৃষক বুনেছিলেন, মাত্র দুই দিনের আকস্মিক বন্যায় তা পচে গেছে। আমাদের কৃষকদের সুখের দিন আজীবন যেন অধরাই থেকে গেল।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এই অপ্রত্যাশিত দুর্যোগে রাজশাহী জেলার ৩০৮ হেক্টরের বেশি জমির ফসলের ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১০ কোটি ২৭ লাখ টাকা। এই ক্ষতি কেবল অর্থের নয়, এটি সেখানকার ৪ হাজার ২০০ কৃষকের দীর্ঘদিনের স্বপ্ন ও শ্রমের অপমৃত্যু। রাজশাহীর কৃষকেরা সাধারণত নভেম্বর মাসকে শুষ্ক মৌসুম হিসেবেই জানেন, যখন আগাম ফসল তুলে বাজারে ভালো দাম পাওয়া যায়। কৃষকদের লক্ষ্য ছিল দ্রুত ফসল তুলে পরের মৌসুমের প্রস্তুতি নেওয়া; কিন্তু নভেম্বরের এই অতিবৃষ্টি তাঁদের পুরো হিসাব উল্টে দিয়েছে।
আলু, শর্ষে, পেঁয়াজ ছাড়াও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পানের বরজে। আধা পাকা আমন ধানও তলিয়ে গেছে। হেলে পড়া ধান কাটতে শ্রমিকের খরচ বাড়ছে আর কৃষক বলছেন, খরচের টাকাও উঠবে না। কেবল বৃষ্টির পরিমাণই সমস্যা নয়, বরেন্দ্র অঞ্চলের ভূপ্রকৃতিও এই ক্ষতি বাড়িয়ে দিয়েছে। মাঠের চারদিকে পুকুর ও অন্যান্য স্থাপনা থাকায় বহু জমিতে পানি নামতে পারছে না, যা জলাবদ্ধতা সৃষ্টি করছে।
যদিও কৃষি অফিসের কর্মকর্তারা মাঠে গেছেন এবং ক্ষয়ক্ষতির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই সংকট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী? প্রতিবছরই যদি নভেম্বর বা ডিসেম্বরে অপ্রত্যাশিত বৃষ্টিতে এমন সর্বনাশ ঘটে, তবে কৃষকদের আগাম চাষের কৌশলই ভুল প্রমাণিত হবে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে, যেন তারা আসন্ন রবি মৌসুমের জন্য নতুন করে বীজ ও সার কেনার সাহস পান। সেই ক্ষতিপূরণ সহজে এবং সময়মতো যাতে ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কৃষিবিজ্ঞানীদের উচিত হবে নভেম্বরের শেষভাগেও এমন উপযোগী আগাম আলু, শর্ষে ও ধানবীজ উদ্ভাবন করা, যা সাময়িক বৃষ্টি সহ্য করতে সক্ষম। স্থানীয় প্রশাসন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে (বিএমডিএ) সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে অতিবৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে। প্রয়োজনে খাল বা ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও খনন করতে হবে। কৃষকদের কাছে অন্তত স্থানীয় ও নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস পৌঁছানোর ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে তাঁরা শেষ মুহূর্তেও দ্রুত ফসল তোলা বা রক্ষার সিদ্ধান্ত নিতে পারেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ষকদ র
এছাড়াও পড়ুন:
‘আমি এটা চাই’ বলে কীসের ইঙ্গিত দিলেন মেসি
এত দিন বিভিন্ন সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি। শতভাগ ফিট থাকার ওপর তাঁর খেলা না খেলা নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। গত মাসে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও মেসি বলেছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে থাকতে চান। একই কথাটাই এবার একটু ভিন্নভাবে বললেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টিনা দলের নতুন জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে (যেখানে অংশ নিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়, সংগীতশিল্পী বিজারর্যাপ ও আনহেল দি মারিয়া) ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার একটি তাস খেলার দৃশ্য দেখানো হয়েছে। তাসে ‘চার’ উঠতেই মেসি বলে ওঠেন,‘আমি এটা চাই।’
এই সংক্ষিপ্ত বার্তাটিকে মেসির ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জেতানোর স্বপ্নের প্রতিফলন হতে পারে মেসির এই চাওয়া।
আরও পড়ুনবছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ০৭ নভেম্বর ২০২৫৩৮ বছর বয়সী মেসি আর্জেন্টিনার বয়সভিত্তিক ও মূল দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছেন। জাতীয় দলে ২০ বছরের যাত্রায় মেসি এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন— ২০০৬ জার্মানি, ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার।
এখন মেসির চোখ ক্যারিয়ারের ৬ষ্ঠ বিশ্বকাপে। যেটি আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। তবে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে যতবারই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কখনো স্পষ্ট করে সরাসরি কিছু বলেননি। এবার বিজ্ঞাপন চিত্রে মেসির সাম্প্রতিক এই ইঙ্গিত আর্জেন্টিনার সমর্থকদের মাঝে নতুন করে উত্তেজনা জাগিয়েছে।
মন্তব্য কিংবা বিজ্ঞাপন চিত্রের ইঙ্গিত বাদ দিলেও মেসি বিশ্বকাপ খেলার পথেই এগিয়ে যাচ্ছেন। অ্যাঙ্গোলায় এ বছরের শেষ সফরটিতেও আর্জেন্টিনা দল খেলতে যাবে মেসির নেতৃত্বে। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি২৮ অক্টোবর ২০২৫এরই মধ্যে ম্যাচ সামনে রেখে দলও ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে পরখ করে নেওয়া হবে তরুণদেরও। এই সফরের জন্য তিনজন নতুন ফুটবলারকে অন্তর্ভূক্ত করেছেন স্কালোনি।