মানিকগঞ্জ সদর উপজেলার একটি খাল থেকে কুমির উদ্ধার করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাট এলাকায় কুমিরটি ধরা হয়।

আজ শনিবার সকালে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। কুমিরটি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।’

উপজেলা বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুরী ও পাশের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকার খালে কুমিরটি দেখতে পান স্থানীয় লোকজন। এর পর থেকে আতঙ্কে ছিলেন তাঁরা। কেউ খালে গোসল করতে বা গরু-ছাগল গোসল করাতে সাহস পাননি।

কুমিরটি ধরতে একাধিকবার চেষ্টা করেন এলাকাবাসী। অবশেষে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বিশেষ কৌশলে কুমিরটি ধরতে সক্ষম হন চৌকিঘাট গ্রামের লোকজন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ কুমিরটি দেখতে ভিড় করেন।

আরও পড়ুনগড়াই নদে ভাসছে কুমির, দুই পাড়ে ‘আতঙ্ক’ নিয়ে উৎসুক জনতার ভিড়০৬ মার্চ ২০২৫

কুমির ধরতে অংশ নেওয়া চৌকিঘাট গ্রামের রাহাত হোসেন ও আল আমিন বলেন, গতকাল সকালে তাঁরা কুমিরটি দেখতে পান। রশি দিয়ে তৈরি ফাঁদ পেতে ধরার চেষ্টা করেন তাঁরা। রাত ১০টার দিকে কুমিরটি খালের পানিতে ভেসে উঠলে ওই ফাঁদ দিয়েই তাঁরা কুমিরটি ধরেন।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উদ্ধার করা কুমিরটি মিঠাপানির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসার পর কুমিরটি হস্তান্তর করা হবে।

আরও পড়ুননোয়াখালীর হাতিয়ায় পুকুরে পুকুরে ঘুরে বেড়াচ্ছে বিশাল এক কুমির২৬ জুন ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র র উপজ ল

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. তাকরিম (৩)  সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।

আরো পড়ুন:

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার শিক্ষার্থীসহ আহত ৮

আদনান কিছু দিন আগে উত্তর কুট্টপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাত ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পুকুরের পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পায়নি।

দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে দুই শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত নিবন্ধ