জাহানারা ইমামের বইগুলো কি বাংলা একাডেমি বিক্রি করতে পারে
Published: 8th, November 2025 GMT
শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালার বই বিক্রি হচ্ছে অনলাইনে। বইগুলো ছিল বাংলা একাডেমির সংগ্রহে। এ নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা–সমালোচনা।
পুরোনো বই বিক্রির ফেসবুক পেজ ‘পুস্তক জোন’ গত ২২ সেপ্টেম্বর পেঙ্গুইন থেকে প্রকাশিত জর্জ বার্নাড শ এর ‘প্লেস আনপ্লিজেন্ট’ বইটি বিক্রির পোস্ট দেয়। বইয়ের ভেতরে বাংলা একাডেমির সিল, পাশে লেখা– ‘জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ’। এই বিজ্ঞাপন দেখে খবর নিতে গিয়ে দেখা গেল জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহে থাকা অন্তত ২০টি বাংলা ও ইংরেজি বই বাংলা একাডেমি থেকে বিক্রি হয়ে গেছে কেজি দরে।
জাহানারা ইমামকে উপহার দেওয়া শহীদুল্লা কায়সারের সংশপ্তক বইয়ের জন্য দাম হাঁকা হচ্ছে এক লাখ টাকা। দাম না পেলে বইটি বিক্রি না করে ‘সিন্দুকে’ রেখে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।বইগুলো বিক্রি করছে পুরোনো বই বিক্রি করার কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম। তাদের মধ্যে সবচেয়ে বেশি সংগ্রহ ‘বিচিত্র বিচিত্র বই’ পেজের। যোগাযোগ করা হলে এই প্ল্যাটফর্ম পরিচালনাকারী মো.
জাহানারা ইমামের পরিবার তাঁর ব্যক্তিগত সংগ্রহের যে বই দিয়েছিল বাংলা একাডেমিকে, সেগুলো বাংলা একাডেমির বিক্রি করে দেওয়ার সমালোচনা উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ লিখেছেন, ‘বাংলা একাডেমির সংগ্রহের বই এখন ফুটপাতে।’ কেউবা লিখছেন, ‘এভাবে কি দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস আস্তাকুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে না?’
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম অবশ্য বলছেন, ২০১৪ সালে গঠিত একটি কমিটি একাডেমির সংগ্রহশালায় একাধিক কপি থাকা এবং অসংরক্ষণযোগ্য কিছু বই বাতিল বলে নির্ধারণ করেছিল, সেগুলোই বিক্রি করা হয়েছে।
জাহানারা ইমামকে উপহার দেওয়া শহীদুল্লা কায়সারের সংশপ্তক বইটি এখন বিক্রির তালিকায় উঠেছেউৎস: Prothomalo
কীওয়ার্ড: এক ড ম র স
এছাড়াও পড়ুন:
জাহানারা ইমামের বাংলা একাডেমির বই ফুটপাতে!
শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহে থাকা বেশ কিছু বই বাংলা একাডেমি থেকে কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পুরোনো বইয়ের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বইগুলো বিক্রি হচ্ছে, যার মধ্যে শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক’ বইটির দাম হাঁকা হয়েছে এক লাখ টাকা। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, ২০১৪ সালে একটি কমিটি বাতিল হওয়া বইগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেয়।