মানিকগঞ্জে ফাঁদ পেতে কুমির ধরলো এলাকাবাসী
Published: 8th, November 2025 GMT
মানিকগঞ্জের সদর উপজেলায় হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীর শাখা খালের থেকে একটি কুমিরকে অভিনব কায়দায় ধরেছে এলাকাবাসী। এর আগে ওই শাখা নদীতে স্থানীয়রা কুমির দেখতে পান। এতে স্থানীয়দের মাঝে ভয়ভীতিসহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে সেই কুমিরকে ফাঁদ পেতে ধরে ফেলেন স্থানীয়রা।
শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার সময় দড়ি দিয়ে অভিনব কায়দায় চৌকিঘাটা এলাকা থেকে এই কুমির ধরে এলাকাবাসী।
গত সাত দিন ধরে কুমিরটির বিচরণ এই খালে দেখা যাচ্ছে। সরকারের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ না করায়, গ্রামবাসী দড়ি দিয়ে ফাঁদ পেতে কায়দা করে কুমিরটিকে ধরে ফেলে। খালটির আশেপাশে জনবসতি থাকায় এলাকার মানুষজন কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এলাকাবাসীর ধারণা এখানে আরো কুমির রয়েছে।
এর আগে, ধুলশুড়া ও হারুকান্দি ইউনিয়নের পদ্মা শাখা নদীতে বিভিন্ন সময় এলাকাবাসী কুমির দেখতে পান। তবে ঠিক সেই কুমির এটি কিনা তা কেউ বলতে পারেনি।
হাটিপাড়া এলাকার সাইদুল জানান, কয়েকদিন ধরে এলাকার মানুষ বলাবলি করছিল কুমির নিয়ে। এমনকি কয়েকটি ভিডিও ধারণ করেছিল। এতে জনমনে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়। এর আগে আশেপাশের অনেক জায়গায় কুমির দেখা গেলে বন বিভাগের কর্মকর্তারা আসছিলেন। তারা বলছিলেন- পানি শুকাইলে আসবেন।”
চৌকিঘাটা গ্ৰামের মুন্নু বলেন, “আজকে যে কুমিরটিকে ধরা হয়েছে তা এর আগেও দেখা গেছে। আশেপাশে বাড়িঘর থাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে এলাকাবাসী নিজ উদ্যোগে বিশেষ কায়দায় কুমিরটিকে পাকড়াও করে। কুমিরটি ধরে নিরাপদ স্থানে রেখে বন বিভাগকে খবর পাঠানো হয়েছে। তারা এলে এটিকে তাদের কাছে দেওয়া হবে।”
এ বিষয়ে হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো.
ঢাকা/চন্দন/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এল ক ব স আতঙ ক
এছাড়াও পড়ুন:
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট
গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মিলগেট এলাকার একটি টিনশেড তুলার গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী, উত্তরা এবং গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা/রেজাউল//