টঙ্গীতে তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট
Published: 8th, November 2025 GMT
গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মিলগেট এলাকার একটি টিনশেড তুলার গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী, উত্তরা এবং গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা/রেজাউল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাকিবের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা!
দেশ সেরা নায়ক, পারিশ্রমিকেও সেরাদের সেরা শাকিব খান! তারকারা সময় বিক্রি করেন, কিন্তু শাকিব খান যেন বিক্রি করেন প্রতি মিনিটের ঝলকানি!
গতকাল রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন ঢালিউড কিং শাকিব খান। মাত্র ২০ মিনিটের জন্য তার উপস্থিতি। কিন্তু সেই ২০ মিনিটেই হৈচৈ সোশ্যাল মিডিয়ায়। আর সেই সঙ্গে গুঞ্জন— এই স্বল্প সময়ের জন্য শাকিব খান নিয়েছেন প্রায় ৩৫ লাখ টাকা!
হিসাব বলছে, প্রতি মিনিটে প্রায় পৌনে দুই লাখ টাকা! অর্থাৎ, তার এক মিনিটের হাসি, এক মিনিটের হাত নাড়া বা একটি সেলফির দামও লাখ টাকার উপরে!
বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট, নিয়েছে ৩৫ লাখ (সংবাদ মাধ্যম সূত্রে)। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোট করা। কিন্তু কোথাও ব্র্যান্ডের নাম দেখি নাই! শুধু গোফ আর লুক নিয়ে মাতামাতি। ইন্টারেস্টিং!”
এদিকে শাকিব খান আজ দুপুরে ফেসবুক পেজে বনানীর আলোচিত ওই ইভেন্টের কিছু ছবি শেয়ার করেছেন।
তবে প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকার বিষয়টি নিয়ে শাকিব বা তার ঘনিষ্ঠ কেউ আনুষ্ঠানিক কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। কারও মতে, ‘এটাই তারকা পাওয়ার!’ আবার কেউ কেউ বলছেন, ‘২০ মিনিটে ৩৫ লাখ— এটাই শাকিব ইকোনমি!’
এরই মধ্যে নতুন সিনেমা ‘সোলজার’এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব খান। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে আছেন তানজিন তিশা। চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে আগামী বছর।
ঢাকা/রাহাত