পেহেলগামে সন্ত্রাসী হামলার পুরো দায় প্রমাণ ছাড়াই পাকিস্তানের ঘাড়ে ভারত চাপিয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, তারা গোটা বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছিল যে, পাকিস্তান এই ঘটনার সঙ্গে জড়িত। বুধবার পার্লামেন্টের অধিবেশনে ভাষণে এসব কথা বলেন তিনি। খবর ডনের
 
দু’মাস আগে ঘটে যাওয়া জাফরাবাদ এক্সপ্রেস ছিনতাইয়ের কথা স্মরণ করে শাহবাজ শরিফ বলেন, হামলার মদতকারীদের সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে। প্রতিবেশী দেশ এই হামলা নিয়ে এমনভাবে ‘মজা করেছে’ যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের কাছে এ বিষয়ে অকাট্য প্রমাণ রয়েছে।

ভাষণের শুরুতেই পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে পাকিস্তানের ওপর ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। কিন্তু সামরিক বাহিনী হামলার জবাব দিয়েছে।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নাটোরে পলিথিনে মোড়ানো মানুষের হাত উদ্ধার

নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো মানুষের বাম হাতের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) রাত ৮টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়ার নারদ নদে ব্রিজ থেকে এ হাতের অংশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, এলাকাবাসী রাতে ব্রিজের ওপর পলিথিনে মোড়া মানুষের কাটা হাত দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ কাটা হাত উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, অন্যকোনো স্থান থেকে হাতের কাটা অংশ আনা হতে পারে। চলন্ত যানবাহন থেকে এটি নারদ নদে ফেলার চেষ্টা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “কনুই থেকে কাটা অংশটি বাম হাতের। এটি বয়স্ক মানুষের হতে পারে। এছাড়া বুড়ো আঙুলের সঙ্গে ছোট একটি অতিরিক্ত আঙুল রয়েছে। উদ্ধার হওয়া কাটা অংশের সূত্র ধরে তার পরিচয়ের সনাক্তের চেষ্টা চলছে।”

ঢাকা/আরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ