ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে। এর মাধ্যমে কার্ডিনালদের ভোটে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কয়েক দিনের অধীর অপেক্ষার পর ১৪০ কোটি ক্যাথলিক খ্রিস্টান পেল নতুন ধর্মগুরু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৬টায় (বাংলাদেশর সময় রাত ১০টা) সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হওয়া শুরু করে।

তবে নির্বাচিত পোপের নাম এখনও ঘোষণা করা হয়নি। আগামী এক ঘণ্টার মধ্যেই তিনি সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে তিনি ভাষণ দেবেন।

নির্বাচনের পর নতুন পোপকে সিস্টিন চ্যাপেলের পাশের একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তিনি ঐতিহ্যবাহী সাদা পোপের পোশাক পরিধান করবেন। এরপর শীর্ষস্থানীয় কার্ডিনাল ‘হাবেমাস পাপাম (আমাদের একজন পোপ আছেন)’ বলে নতুন পোপের নাম ঘোষণা করবেন। এরপর তার নির্বাচিত পোপীয় নাম ঘোষণা করা হবে।

সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হাজার হাজার মানুষ ও বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক ধর্মাবলম্বী অধীর আগ্রহে নতুন পোপের আগমনের জন্য অপেক্ষা করছেন। নতুন পোপের নির্বাচন ক্যাথলিক চার্চের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা বিশ্বজুড়ে গভীর আগ্রহের সৃষ্টি করেছে।

সূত্র: বিবিসি

ঢাকা/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নত ন প প

এছাড়াও পড়ুন:

শমিত এখন বাংলাদেশের, জুনে খেলবেন হামজার সঙ্গে

বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই শমিত সোমের। গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর ১ মে পেয়েছিলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর ৫ মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও। আজ পেলেন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন।

খবরটি নিশ্চিত করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম প্রথম আলোকে বলেছেন, ‘আমরা শমিতের পাসপোর্ট হাতে পেয়েই ফিফায় আবেদন করে ফেলি। আজ ফিফা থেকে ফিরতি মেইলে জানিয়েছেন তাঁর বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই। তারা সব ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। আশা করি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সে খেলবে।’

বাংলাদেশি বাবা-মায়ের সন্তান শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা শমিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন।

সব ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল–সবুজের জার্সিতে অভিষেক হবে শমিতের।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে।

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভূঁইয়া। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের।

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েটে ‘ভালো কিছু হতে যাচ্ছে’, তবে আজও ক্লাসে যাননি শিক্ষকেরা
  • প্রধান শিক্ষককে বের করে দিয়ে কক্ষে তালা, চেয়ার ঝুলছে গাছে
  • প্রধান শিক্ষককে বের করে দিয়ে কক্ষে তালা, চেয়ার ঝুলছে গাছের মাথায়
  • বড় স্বপ্ন পূরণে কীভাবে এগিয়ে যাবেন
  • কেরানি থেকে প্রধান শিক্ষক অবশেষে বরখাস্ত
  • সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ
  • হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর বিচারককে ৩ বার ‘ধন্যবাদ’ বললেন তাপস
  • সোহান-অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ
  • শমিত এখন বাংলাদেশের, জুনে খেলবেন হামজার সঙ্গে