ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
Published: 9th, May 2025 GMT
ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন অবস্থায় দেশ দুটির মধ্যকার সংঘাত “আমাদের কোনও বিষয় নয়” বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে ওয়াশিংটন চেয়েছিল, কিন্তু ‘এটা মূলত আমাদের কোনও বিষয় নয়’।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো— তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা। কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’
আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই কথা বলে আসা ভ্যান্স আরও বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনও ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম র ক ন য ক তর ষ ট র আম দ র ক ন
এছাড়াও পড়ুন:
বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে আর দলীয়করণ হবে না : আমিনুল হক
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে আর দলীয়করণ হবে না। আমরা রাষ্ট্র কাঠামোকেও দলীয়করণ করবো না।
স্বৈরাচারী সরকার যেভাবে জুলুম, নির্যাতন চালিয়েছে, গত জুলাইয়ে যেভাবে ছাত্রদের, বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, আমরা সেই স্বৈরাচারীর বিচার অবশ্যই করবো।
শুক্রবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা অন্তর্র্বতীকালীন সরকারকে সমর্থন করছি। কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে। তারা সংস্কারের কথা বলে বিভিন্ন অযুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। এদের রেখে আপনারা সংস্কার করতে পারবেন না। বিএনপি আরও দুই বছর আগে ৩১ দফা সংস্কারের দাবী উপস্থাপন করেছে। আমরা আপনাদের চেয়ে বিচার কোন অংশে কম চাই না।
আপনারা সতর্ক থাকবেন। আওয়ামী লীগের প্রেতাত্মারা এ সরকারের ভেতরে ঢুকে নির্বাচনে পেছানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশে চলছে। এ টুর্নামেন্ট শেষ করার পর খালেদা জিয়ার নামে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।
আমিনুল বলেন, আমি যখন বলেছি খালেদা জিয়ার নামে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হবে, এটাকে অনেকে ভুল ভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি আমরা দলীয় উদ্যোগে এ খেলার আয়োজন করবো। এটা রাষ্ট্রীয় আয়েজনে হবে না।
এসময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান প্রমুখ।