বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যা মামলায় গ্রেপ্তার ফারিয়া হক ওরফে টিনাকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ফারিয়াকে হাজির করে পুলিশ এই রিমান্ডের আবেদন করে।

ফারিয়া বেসরকারি ইউনিভার্সিটি অব স্কলার্সের ছাত্রী। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাহিদুল হত্যা মামলায় গ্রেপ্তার ফারিয়ার রিমান্ড আবেদনের শুনানি আজ বিকেলে অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে ফারিয়াকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাহিদুল হত্যায় ফারিয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এই হত্যা মামলায় দায় স্বীকার করে ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো.

মাহাথির হাসান (২০) ও মো. আল কামাল শেখ ওরফে কামাল নামের দুই আসামি।

পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মাহাথির জবানবন্দিতে বলেছেন, হত্যার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। পূর্বপরিচিত দুজন নারী শিক্ষার্থী তাঁকে ফোন করে অভিযোগ করেছিলেন, জাহিদুল তাঁদের দেখে অশোভন ভঙ্গি ও হাসাহাসি করেছেন। তাই তিনিসহ তিনজন ঘটনাস্থলে যান। পরে ওই দুই নারী শিক্ষার্থীর পূর্বপরিচিত মেহেরাজ ইসলামসহ অন্যরা জাহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এই মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। গ্রেপ্তার অন্যরা হলেন মেহেরাজ ইসলাম, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি ও মো. হৃদয় মিয়াজী।

পুলিশ বলছে, গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশি অস্ত্র নিয়ে জাহিদুল ও তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।

জাহিদুল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ১৩২পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমরাইল মোড় ও সাইলো গেট এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, পাঁচবাড়িয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মিন্টু (৪০) এবং আদর্শনগর বটতলা এলাকার আবুল হোসেনের ছেলে সুজন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইলো রোডের মায়ের দোয়া অটো গ্যারেজের সামনে থেকে মিন্টুকে আটক করা হয়। এ সময় তার লুঙ্গির কোচর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

অপরদিকে, একই রাতে চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুজনকে  গ্রেপ্তার করা হয়। তার জিপার ব্যাগ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ