ভারতের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। শুক্রবার এক বিবৃতিতে দ্য ওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকারের তথ্যপ্রযুক্তি আইন-২০০০–এর অধীনে ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আদেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের ওয়েবসাইট ব্লক করেছে।

দ্য ওয়্যার কর্তৃপক্ষ ভারত সরকারের এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিবৃতিতে দ্য ওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা ওয়েবসাইটটি বন্ধের বিষয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে। তবে তারা জানতে পেরেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দ্য ওয়্যার এই ঘটনাকে ‘নগ্ন সেন্সরশিপের’ শামিল বলে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, বর্তমানে ভারতে যখন সুস্থ, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদমাধ্যমের প্রয়োজন সবচেয়ে বেশি, তখন এই ধরনের পদক্ষেপ দেশের জন্য ক্ষতিকর।

গণমাধ্যমটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই স্বেচ্ছাচারী ও অস্পষ্ট সরকারি নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

বিবৃতিতে দ্য ওয়্যারের পক্ষ থেকে গত ১০ বছর ধরে তাদের পাশে থাকার জন্য পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং এই কঠিন সময়েও সবার সমর্থন কামনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনে তারা কোনো প্রকার বাধার কাছে নতি স্বীকার করবে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের  যাত্রীবাহী একটি বাসে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে  নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।

এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।

পুলিশের মিরপুর বিভাগের  উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ