ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নকল শিশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ এসব পণ্য ধ্বংসের পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার আঁধারকোঠা এলাকার আব্দুল্লাহ ফুড নামের ওই কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যের যৌথ একটি দল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করে আসছিলেন। রাজধানী ঢাকার ঠিকানা ব্যবহার করে ওই কারখানায় স্যাকারিন, ঘন চিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে উপজেলা ভূমি কার্যালয় চত্বরে নিয়ে যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক জাহিদুলকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী বলেন, মানবস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এসব পণ্য। নকল পণ্য উৎপাদনের কারণে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইবিতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে শেখপাড়া বাজার ঘুরে প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চব্বিশের বাংলায়, সন্ত্রাসের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরো পড়ুন:

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, ইবি কর্মকর্তা বরখাস্ত

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইবিতে সাংবাদিককে হেনস্তা

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এসএম সুইটের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াসিরুল কবির সৌরভ, তলাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক শামিমসহ শতাধিক শিক্ষার্থী।

এসএম সুইট বলেন, “জুলাই আন্দোলন যেভাবে ধৈর্যের সঙ্গে আমাদের চালাতে হয়েছে, তেমনি আরেকটি আন্দোলন চালাতে হচ্ছে। যা আমাদের আবার ধৈর্যের সঙ্গে চালিয়ে যেতে হবে। আমরা দেখছি, কিছু চাওয়া-পাওয়া, বোঝা-পোড়ার কারণে আওয়ামী প্রশ্নে অনেকে নমনীয়তা দেখাচ্ছে। আশা করি জুলাই আন্দোলনে তারা যেভাবে কাঁধে কাধ মিলিয়ে আন্দোলন করেছে, সেই কাজটিই করবে। আসলে ৫ আগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি।”

তিনি বলেন, “জুলাই গণহত্যা চালিয়ে তারা তাদের বেঁচে থাকার নৈতিক অধিকার হারিয়েছে।  তাই ইন্টেরিমকে অতিদ্রুত আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ