এল ক্লাসিকো: টানা তিন হারের পরও পরিসংখ্যান কিন্তু রিয়ালের পক্ষে
Published: 10th, May 2025 GMT
চ্যাম্পিয়নস লিগে পথচলা শেষ অনেক আগেই। কোপা দেল রে–তেও ফাইনালে হার বার্সেলোনার কাছে। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনো খালি হাতে বসে আছে। শেষ আশা, লা লিগা। সেটাও শেষ হয়ে যেতে পারে আগামীকাল ১১ মে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারলে।
৩৪টি করে ম্যাচ হয়ে গেছে। শীর্ষে থাকা বার্সেলোনা ৪ পয়েন্ট এগিয়ে রিয়ালের চেয়ে। কাল আবার রিয়াল হারলে এরপর আর লিগ জয়ের আশা নেই বললেই চলে কার্লো আনচেলত্তির দলের। আর সাম্প্রতিক ইতিহাস বলছে, এল ক্লাসিকোতে এখন হারই নিয়তি রিয়াল মাদ্রিদের! এক নয়, দুই নয়, তিনবার এই মৌসুমে বার্সার কাছে হেরেছে রিয়াল। কখনো ৪-০, কখনো ৫-২, কখনো আবার ৩-২। তবু রোববারের এল ক্লাসিকোর আগে রিয়ালের পরিসংখ্যান কথা বলছে রিয়াল মাদ্রিদের হয়ে!
আরও পড়ুনভারত না পারলে আইপিএল আয়োজন করতে চায় ইংল্যান্ড১ ঘণ্টা আগেভাবছেন, এ কেমন কথা! টানা তিনটি ক্লাসিকো হারের পর পরিসংখ্যান কীভাবে রিয়াল মাদ্রিদের পক্ষে হয়! আরে, এল ক্লাসিকোটা কোথায় সেটা মনে আছে তো? বার্সেলোনার মাঠে।
এবার তাহলে সেই বার্সার মাঠে এল ক্লাসিকোর সাম্প্রতিক ফলগুলো একটু ঘেটে দেখুন। বার্সেলোনায় শেষ পাঁচটা ক্লাসিকোতে চারবার জিতেছে কারা? ওই রিয়াল মাদ্রিদ! দশটা অ্যাওয়ে ক্লাসিকোতে পাঁচটা জয়, তিনটা ড্র রিয়ালের! যেন বার্সার মাঠটাই তাদের ‘সেকেন্ড হোম’।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এল ক ল স ক
এছাড়াও পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহন উপজেলার পাঁচবারিয়া এলাকার ফয়সাল হাসান (২৩), কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর এলাকার শাহ জামাল (৩২) ও সুমন (২৬)।
এর আগে এ ঘটনায় এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মিজানুর রহমান ওরফে কেটু মিজান, তাঁর স্ত্রী গোলাপি, আল আমিন ও মো. স্বাধীন। পুলিশের ভাষ্য, তাঁদের মধ্যে তিনজনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে শনাক্ত করা গেছে ও তাঁরা ছিনতাইকারী চক্রের সদস্য।
সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
আরও পড়ুনগাজীপুরে সাংবাদিক হত্যায় দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ ২ ঘণ্টা আগেমহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ থেকে ছয়জন চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার কিছু পরই স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যমেরার ফুটেজ পায় পুলিশ। এরপর মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনমুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান, পরে তাঁকেই হত্যা করা হয়০৮ আগস্ট ২০২৫গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান গতকাল রাতে তিনজনের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড় ভাই সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
আরও পড়ুনপ্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা০৭ আগস্ট ২০২৫