কদিন আগেও কেউ ভাবেনি, মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’তে এসে একই সমতলে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ–বার্সেলোনা! আগের তিন ক্লাসিকোতে বার্সার একচ্ছত্র দাপটের পর তাদের শ্রেষ্ঠত্বও মেনে নিয়েছিলেন অনেকেই।

সেই তিন ম্যাচের দুটি আবার ছিল ফাইনাল, একটা স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রেতে। আর এই দাপুটে পারফরম্যান্সের কারণে সপ্তাহখানেক আগেও রিয়ালের বিপক্ষে লিগ নির্ধারণী এল ক্লাসিকোতে বার্সাকে ধরা হচ্ছিল নিরঙ্কুশ ফেবারিট।

আজকের ম্যাচ জিতে ট্রেবল জয়ের পথে এগিয়ে যাওয়াটাও তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু বার্সার দুঃসময়টা যেন এসেছে হাওয়ার বেগে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে দুই লেগ মিলিয়ে ৭–৬ গোলের হার বার্সার ট্রেবল জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসেও দিয়েছে বড় ধাক্কা।

আরও পড়ুনএল ক্লাসিকো: টানা তিন হারের পরও পরিসংখ্যান কিন্তু রিয়ালের পক্ষে২০ ঘণ্টা আগে

বিপরীতে বার্সার এই ধাক্কা নতুন করে প্রাণ সঞ্চার করেছে রিয়ালে। প্রায় সব হারানো মৌসুমের শেষটা এখন দারুণভাবে শেষ করার সুযোগ দেখছে তারাও। যা দিয়ে কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির বিদায়টাও রাঙাতে চায় রিয়াল তারকারা।

আনচেলত্তির রিয়ালের জন্য চলতি মৌসুমটা এখন পর্যন্ত ভুলে যাওয়ার মতোই। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে হারতে হয়েছে ফাইনালে। তা–ও সেই হার আবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে।

আজ কি পারবেন ইয়ালাল–বেলিংহামরা জাদু দেখাতে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

পোষা প্রাণী হিসেবে কোনগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ

ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ