সাভারের মিলিটারি ফার্মের একটি পুকুর ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

সোমবার (১২ মে) দুপুরে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতের একজনের নাম আব্দুল খালেক (৭৫)। তিনি টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে। 

আব্দুল খালেকের মরদেহ মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে মিলিটারি ফার্মের পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

তবে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে উদ্ধারকৃত অপর মরদেহের পরিচয় পাওয়া যায় নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, দুপুরে স্থানীয় ও পথচারীদের খবরের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায় নি। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, “দুপুরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।” 

ঢাকা/সাব্বির/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাত সোয়া ৯টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ