Risingbd:
2025-08-02@06:34:14 GMT

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

Published: 14th, May 2025 GMT

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার রাধানগর বাজারে খাজা মোল্যা (৫০) নামে একজন কৃষককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাধানগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা ইছাখালি গ্রামের লবা মোল্যার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাজা মোল্যা বাড়ি থেকে বাজার করার জন্য রাধানগর বাজারে যান। সেখানে  ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য পলাশ শেখের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্রসহ খাজা মোল্যাকে ঘিরে ফেলে। এ সময় তিনি বাজারে রবিউলের চায়ের দোকানের সামনে বসে ছিলেন। দুবৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় অভিযুক্ত পলাশ শেখ বলেন, ‘‘আমি সকাল ৮টায় ঘুম থেকে উঠে শুনতে পাই খাজা মোল্যাকে কুপিয়েছে। কে বা কারা  ঘটনা ঘটিয়েছে আমি জানি না। এ ঘটনার সাথে আমার লোকজনও জড়িত না।’’   

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আশিকুর রহমান বলেন, ‘‘নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুমারডাঙ্গা-রাধানগর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’

ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

ঢাকা/শরিফুল//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ধ নগর ব জ র

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ