“ভারত-বাংলাদেশের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এটা সব সময় থাকবে। যত দিন যাবে, ততই এটা সুদৃঢ় হবে।”

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। 

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের এ কূটনীতিক জানিয়েছেন, সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ধন্যবাদ জানাতে এসেছিলেন তিনি। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আরএমপি সদর দপ্তরে যান মনোজ কুমার। তিনি সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান করেন।

ঢাকা/কেয়া/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের সামনে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, “সংকট কাটিয়ে পূর্ণ মনোবল নিয়ে পেশাদারিত্বের সাথে মানুষের আস্থা অর্জনে কাজ করছে পুলিশ। পুলিশ জনগণের পাশে থেকেই কাজ করতে চায়।”

অন্য বক্তারা বলেন, আগামীতে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ নিতে হবে এই বাহিনীকে। পুলিশ জন্য কখনোই জনগণের প্রতিপক্ষ না হয় সেটি মনে রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার জিল্লুর রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম প্রমুখ।

ঢাকা/কেয়া/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন