‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সব সময় থাকবে’
Published: 15th, May 2025 GMT
“ভারত-বাংলাদেশের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এটা সব সময় থাকবে। যত দিন যাবে, ততই এটা সুদৃঢ় হবে।”
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের এ কূটনীতিক জানিয়েছেন, সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ধন্যবাদ জানাতে এসেছিলেন তিনি। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আরএমপি সদর দপ্তরে যান মনোজ কুমার। তিনি সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান করেন।
ঢাকা/কেয়া/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আরএমপি কমিশনারকে আদালতে তলব
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৭) খুনের অভিযোগে পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার (৩৬) বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আদালত এর ব্যাখ্যা চেয়েছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালত ব্যাখ্যা দিতে বলেছেন। মামলার আগামী ধার্য তারিখ ১৯ নভেম্বর। এর আগে পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
আরো পড়ুন:
৬ বাসে মিলল ৩৫ মণ জাটকা, চালকদের জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবের জামিন
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। আদালতের পেশকার আমজাদ আলী এ তথ্য জানিয়েছেন।
আদালতের আদেশে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া ফ্লাটে লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক ছেলে তাওসিফকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে লিমন মিয়া গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ায় কেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— তা আগামী ধার্য তারিখের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া ফ্ল্যাটে খুন হয় বিচারকের ছেলে তাওসিফ। হামলায় আহত হয় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি। হামলাকারী লিমন মিয়া ধস্তাধস্তিতে আহত হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লিমন মিয়ার ভিডিও বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
ঢাকা/কেয়া/বকুল