পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় পোড়া কোরআন হাতে নিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। তারা অবলিম্বে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে আটঘরিয়ার দেবোত্তর বাজারে উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরে তারা পাবনা-আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তাদের হাতে আগুনে পুড়ে যাওয়া কোরআন শরীফ ছিল।

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “উপজেলা বিএনপির চাঁদাবাজ ও দখলবাজ সন্ত্রাসীরা শুধু জামায়াতের কার্যালয় আগুনে পোড়ায়নি, তারা ইসরায়েলি কায়দায় বর্বর হামলা চালিয়ে পবিত্র কোরআন ও হাদিসসহ বিভিন্ন ইসলামী বইপত্র পুড়িয়েছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আটঘরিয়া থানার ওসি সন্ত্রাসীদের পক্ষ নিয়ে নিরপক্ষতা হারিয়েছেন, অবিলম্বে ওসিকেও প্রত্যাহার করতে হবে।”

আরো পড়ুন:

সাম্য হত্যার প্রতিবাদে বিপ্লবী ছাত্র পরিষদের বিক্ষোভ

জবি শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল কাকরাইল

সমাবেশে পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম সোহেল ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে জামায়াত নেতাদের ফরম তুলতে বাধা এবং মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করে। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উপজেলা বিএনপির নেতা আলমের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করেন জামায়াতের নেতাকর্মীরা।

অপরদিকে, বিএনপির নেতাকর্মীরা উপজেলা জামায়াতের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এসব ঘটনায় একে অপরকে  দোষারোপ করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা।

বৃহস্পতিবার আটঘরিয়া থানার ওসি মো.

শফিকুজ্জামান বলেন, “উভয়পক্ষ উভয়পক্ষের অফিস ভাঙচুর করেছে। কিছুটা সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন ত কর ম র আটঘর য় র অফ স ব এনপ উপজ ল ঘটন য়

এছাড়াও পড়ুন:

সোনারগাঁও আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ এর  নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে সেক্রেটারি ফারুক আহমাদ মুন্সির সঞ্চালনায় বুধবার এ কমিটি গঠন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,জেলা সেক্রেটারি, মুহা. জাহাঙ্গীর করিব, জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা, যুবায়ের হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন নারাণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওঃ মুহা, মামুনুর রশিদ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আসনভিত্তিক কমিটি গঠন কার্যক্রম চলছে।

মাও. দ্বীন ইসলাম বলেন, স্বৈরাচার নিষিদ্ধ হয়েছে। কিন্তু নব্য কোন স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে দাড়াতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীতে ইসলামের পক্ষে সকলকে সমর্থন দেয়ার উদাত্ত আহবান জানান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আটঘরিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, ২৩ মোটরসাইকেল ভাঙচুর
  • বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • নাসিক’র প্রশাসকের সাথে সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ
  • রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্য নিহত, আহত ৪
  • খুলনায় চাঁদা নিতে গিয়ে ৮ যুবক আটক
  • সোনারগাঁও আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন ইসলামী আন্দোলনের
  • চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
  • আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ছাত্রদল নেতা আটক