শিরোপার স্বাদে মিষ্টিমুখ মোহামেডানে
Published: 17th, May 2025 GMT
২৩ বছর পর শীর্ষ লিগ জয়, তা–ও আবার পেশাদার লিগে প্রথমবার! মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসে যেন নতুন সূর্যোদয়। সেই মাহেন্দ্রক্ষণেই ক্লাব টেন্ট রূপ নেয় এক উৎসবস্থলে।
সমর্থকেরা ছুটে আসেন অনেকে, আসেন পুরোনো খেলোয়াড়দের কেউ কেউ। মোহামেডানের সাবেক তারকা জসিমউদ্দিন জোসী ক্লাবে কর্মীদের হাতে টাকা গুঁজে দিয়ে বলেন, ‘দ্রুত মিষ্টি নিয়ে আসো!’
মিষ্টি আসতেও সময় লাগেনি। তারপরই শুরু হয় মিষ্টি খাওয়ার ধুম। হাস্যোজ্জ্বল মুখ, চোখে বিজয়ের দীপ্তি—সাদা–কালো ক্লাবটিতে যেন ফেরে বহু বছরের অপেক্ষার মুক্তি।
মোহামেডানের হয়ে চারটি লিগ ও ছয়টি ফেডারেশন কাপজয়ী জোসী বললেন, ‘প্রথমবার আমরা পেশাদার লিগ জিতলাম। শুধু মোহামেডানের জন্য নয়, এই সাফল্য বাংলাদেশের ফুটবলকেও জাগিয়ে তুলবে। মোহামেডান একসময় এমন দল ছিল, যারা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবত না। সেই ক্লাব এত বছর শিরোপা পায়নি। অবশেষে পেশাদার লিগে জয়—এটা যে কত বড় আনন্দ, তা বলে বোঝানো যাবে না।’
মোহামেডান কোচ আলফাজ আহমেদকে মিষ্টি খাওয়াচ্ছেন প্রবীণ কর্মকর্তা ফজলুর রহমান বাবুল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা